চলে গেলেন কমিকস দুনিয়ার প্রবাদপ্রতিম ব্যক্তিত্ব স্ট্যান লি। যাঁর হাত ধরে দুনিয়া পেয়েছে একের পর এক দুনিয়া কাঁপানো কমিকস চরিত্র। ৯৫ বছর বয়সে মৃত্যু হল এই বিশ্ব বরেণ্য মানুষটির।
গত সোমবার তাঁর শরীর খারাপ হওয়ায় লস অ্যাঞ্জেলসে তাঁর বাড়ি থেকে তাঁকে নিয়ে আসা হয় সিনাই মেডিক্যাল সেন্টারে। সেখানেই তাঁর কিছুক্ষণের মধ্যে মৃত্যু হয়। স্ট্যান লি-র মৃত্যুতে হলিউড জুড়ে শোকের ছায়া নেমে আসে।
১৯২২ সালে জন্ম স্ট্যান লি-র। ১৯৩৯ সালে কমিকসের জগতে প্রবেশ। তখন বিশ্ব জুড়ে একটাই সংস্থা কমিকসে রাজত্ব করছে। ডিসি কমিকসের সব চরিত্রই তখন সুপারহিট। সুপারম্যান, ব্যাটম্যান, ওয়ান্ডার ওম্যান ও গ্রিন ল্যানটার্ন তখন কমিকস দুনিয়ায় একছত্র আধিপত্য দেখাচ্ছে। এই সংস্থাতেই কাজ করতেন স্ট্যান লি।
এভাবে প্রায় ২০ বছর কেটে যায়। এরমধ্যে কমিকস লেখা, ছবি আঁকা সবেতেই হাত পাকিয়ে ফেলেছেন তিনি। ১৯৬০-এর প্রথম দিকে স্ট্যান লি-র ডাক পড়ে মারভেল কমিকস সংস্থার কাছ থেকে। ডিসি কমিকসকে হারিয়ে বাজার দখল করতে নতুন চরিত্র সৃষ্টির দায়িত্ব বর্তায় স্ট্যান লি-র কাঁধে।
এই সুযোগ পাওয়ার পর আর পিছন ফিরে তাকাতে হয়নি স্ট্যান লি-কে। ১৯৬১ থেকে ১৯৬৪-র মধ্যেই তিনি সৃষ্টি করে ফেলেন স্পাইডার-ম্যান, দ্যা হাল্ক, দ্যা আয়রন ম্যান, থর, দ্যা এক্স ম্যান এবং ডেয়ারডেভিলের মত জনপ্রিয় চরিত্র। নিমেষে এসব চরিত্র বিশ্ববাসীর মন কেড়ে নেয়। ক্রমশ ফিকে হতে থাকে ডিসি কমিকসের বাজার। স্ট্যান লি তখন নিজেই কমিকস বাজারে এক অতিমানব।
এরপরটা রূপকথা। স্ট্যান লি-র একের পর এক চরিত্র হলিউড সিনেমার পর্দা কাঁপাতে থাকে। অমর সেসব কমিকস চরিত্রের স্রষ্টার মৃত্যু হল এদিন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা