SciTech

ফ্রি ওয়াইফাইতে আর দেখা যাবে না পর্ন

আগামী বছরের শুরু থেকেই পর্ন বিলাসীদের জন্য আসতে চলেছে দুঃসংবাদ। নতুন বছর থেকে আর উত্তেজক ভিডিওর স্বাদ নিতে ফ্রি ওয়াইফাই পরিষেবা ব্যবহার করতে পারবেন না তাঁরা। এমনই সুদৃঢ় সিদ্ধান্ত নিয়েছে বহুজাতিক কফি শপ চেন স্টারবাকস।

সংস্থা জানিয়েছে ২০১৯ সাল থেকে তারা নিজেদের বিপণীগুলিতে দায়িত্ব নিয়ে কোনওরকম উত্তেজক বিষয়বস্তু দেখা বন্ধ করবে। তারা এই মর্মে বিশেষ ব্যবস্থাও গ্রহণ করছে।


এই সিদ্ধান্তের পিছনে রয়েছে সমাজসেবী সংগঠন এনাফ ইজ এনাফ-এর তৈরি করা প্রবল চাপ। যারা বিভিন্ন দোকানে পর্নগ্রাফি দেখার বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছে। তাদের চাপের সামনে নতি স্বীকার করে আমেরিকাজুড়ে ছড়িয়ে থাকা স্টারবাকসের বিপণীগুলিতে এবার বন্ধ হতে চলেছে ফ্রি ওয়াইফাই ব্যবহার করে পর্ন দেখার সুযোগ।

প্রসঙ্গত, এর আগে ২০১৬ সালে নিজেদের বিপণীগুলিতে এনাফ ইজ এনাফ-এর চাপে পড়ে ওয়াইফাই পলিসি পাল্টায় বহুজাতিক ফাস্টফুড চেন ম্যাকডোনাল্ডস। এবার সেই পথে হাঁটল স্টারবাকস।


(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button