এখন থেকে প্রতি রবিবার খোলা থাকবে স্টেট ব্যাঙ্কের একটি শাখা
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটি শাখায় এবার গ্রাহকরা রবিবার অন্য দিনের মতই পরিষেবা পাবেন। রবিবার এই শাখায় কোনও ছুটি থাকবেনা।
রবিবার মানেই ছুটির দিন। রবিবার সরকারি, বেসরকারি প্রায় সব অফিসই বন্ধ। খোলা থাকে কেবল জরুরি বা আবশ্যিক পরিষেবা। পুলিশ, দমকল, সংবাদমাধ্যমের মত কিছু দফতর খোলা থাকে রবিবার। সেখানে সাপ্তাহিক ছুটি হয়। যা সপ্তাহের যে কোনও একদিন পান কর্মীরা।
এসব দফতরের কর্মীদের কাছে রবিবার মানে আর পাঁচটা কর্মমুখর দিনের মতই। কিন্তু তা ব্যাঙ্কের ক্ষেত্রে প্রযোজ্য নয়। ব্যাঙ্কে রবিবার ছুটি। সেই ধারায় এবার ছেদ পড়ল।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটি শাখায় এবার থেকে রবিবার সারাদিন আর পাঁচটা দিনের মতই সারাদিন গ্রাহকরা পরিষেবা পাবেন। তবে কি এই শাখার কর্মীদের ছুটিই উঠে গেল!
না ঠিক তা নয়। এখানে শুরু হল উইকলি অফ বা সাপ্তাহিক ছুটি। যা রবিবারের বদলে শুক্রবার পাবেন সকলে। শুক্রবার স্টেট ব্যাঙ্কের অন্য সব শাখা খোলা থাকলেও এই শাখায় ছুটি থাকবে।
মুম্বইয়ের গোবান্দি শাখায় এই নিয়ম চালু হল। যে বিষয়ে গ্রাহকদের জানাতে এই শাখায় ফ্লেক্স টাঙিয়ে দেওয়া হয়েছে। ওই শাখার তরফে জানানো হয়েছে প্রতি শুক্রবার সেখানে পুরোদিন ছুটি থাকবে। বন্ধ থাকবে শাখাটি।
তবে প্রতি রবিবার শাখা খোলা থাকবে। কাজ সপ্তাহের অন্য দিনের মতই হবে। সপ্তাহের দ্বিতীয় ও চতুর্থ শনিবার নিয়ম মেনেই ছুটি থাকবে।
এই এলাকায় প্রধানত সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের বসবাস। তাই শুক্রবার ছুটি দিয়ে রবিবার খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে ওই শাখা। যদিও বিষয়টি নিয়ে প্রবল বিতর্ক শুরু হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা