মহানগরে ৫ হাজার টাকা, শহরাঞ্চলে ২ হাজার টাকা ও গ্রামীণ এলাকায় ১ হাজার টাকা। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় সেভিংস অ্যাকাউন্ট থাকলে এই টাকা গ্রাহককে অ্যাকাউন্টে রাখতেই হবে। তার চেয়ে কম হলে গুনতে হবে জরিমানা। আগামী ১ এপ্রিল থেকে মান্থলি অ্যাভারেজ ব্যাল্যান্সের এই নিয়ম কার্যকর করছে স্টেট ব্যাঙ্ক। মহানগরে ন্যুনতম ব্যাল্যান্স ৭৫ শতাংশের কম হলে অর্থাৎ ১২৫০ টাকার কম থাকলে ১০০ টাকা করে মাসিক জরিমানা ধার্য হবে। সঙ্গে গুনতে হবে পরিষেবা করও। ৫০ শতাংশ থেকে ৭৫ শতাংশ অর্থাৎ ২৫০০ টাকা থেকে ১২৫০ টাকার মধ্যে হলে গুনতে হবে ৭৫ টাকা করে। ৫০ শতাংশের কম হলে অর্থাৎ ২৫০০ টাকা থেকে ৪৯৯৯ টাকার মধ্যে ব্যাল্যান্স থাকলে গুনতে হবে ৫০ টাকা। গ্রামীণ ক্ষেত্রে যদিও টাকা রাখার উর্ধ্বসীমা থেকে জরিমানার অঙ্ক সবই কিছুটা কম। ন্যুনতম ব্যাল্যান্স না থাকলে ২০ টাকা থেকে ৫০ টাকা পর্যন্ত জরিমানা গুনতে হবে গ্রাহককে।