SciTech

ফায়ার বলে পরিণত হবে পৃথিবী, অন্য গ্রহের খোঁজ করতে বললেন হকিং

আগেই সতর্ক করে ব্রিটিশ পদার্থ বিজ্ঞানী স্টিফেন হকিং জানিয়েছিলেন দ্রুত পৃথিবী ছেড়ে অন্য কোনও গ্রহে থাকার বন্দোবস্ত না করলে বিপদ। যেভাবে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে বা যেভাবে জনসংখ্যা বাড়ছে তাতে আগামী ১০০ বছরের মধ্যে পৃথিবী থেকে মানব সভ্যতা ধ্বংস হয়ে যাবে। কিছুদিন আগে আবারও সতর্ক করে জানান, কৃত্রিম বুদ্ধির বাড়বাড়ন্ত শেষ করে দেবে মানব সভ্যতাকে। এবার চিনের রাজধানী বেজিংয়ে একটি সম্মেলনে ভিডিও মারফত বক্তব্য রাখতে গিয়ে বিশ্বখ্যাত বিজ্ঞানী হাড়হিম করা একটি সতর্কবার্তা দিলেন।

হকিংয়ের দাবি, ২৬০০ সালের মধ্যে পৃথিবী একটি আগুনের গোলায় রূপান্তরিত হবে। তাই সময় থাকতেই অন্য কোনও গ্রহে পালানোর পরামর্শ দিয়েছিলেন তিনি। এমনকি এজন্য প্রয়োজনে এই সৌরমণ্ডলের বাইরেও কাছাকাছি কোনও সৌরমণ্ডলের খোঁজ করে সেখানে গ্রহ খোঁজার পরামর্শ দিয়েছেন হকিং। ৪ আলোকবর্ষ দূরে একটি সৌরমণ্ডলের হদিশও দিয়েছেন তিনি। সেই সৌরমণ্ডলে যাওয়ার পরিকল্পনাকে বাস্তবায়িত করতে লগ্নিকারীদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে হকিং বলেন, হতে পারে সেই সৌরমণ্ডলে মানুষের বসবাসযোগ্য কোনও গ্রহ থাকতে পারে। সবমিলিয়ে তাঁর বিভিন্ন বক্তব্য থেকে একটা সতর্কবার্তাই বারবার উঠে আসছে ৭৫ বছরের এই বিজ্ঞানীর কাছ থেকে। পৃথিবী ছেড়ে পালাও। বিপদ আসন্ন!



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button