সিডনি বিমানবন্দরে অবতরণের পর সাংবাদিক সম্মেলন। বল বিকৃতি কাণ্ডে শাস্তি হয়েছে তাঁর। খোয়াতে হয়েছে অজি অধিনায়কের পদ। আগামী ১ বছর সবরকমের ক্রিকেট থেকে নির্বাসিত তিনি। ১ বছর পর খেলায় যদি ফেরেনও, তাহলেও তাঁকে আর কোনওদিন দেশের অধিনায়কত্ব বা দেশের হয়ে খেলার সুযোগ দেওয়া হবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। গেছে আইপিএলে রাজস্থান রয়্যালসের অধিনায়কত্বের সুযোগও। এমন এক পরিস্থিতির পর প্রথম দেশের মাটিতে পা দিয়েই সাংবাদিকদের মুখোমুখি।
প্রবল অনুতাপ, কষ্ট, গ্লানি সব যেন সাংবাদিকদের সামনে কান্না হয়ে ভেঙে পড়ল। সাংবাদিক বৈঠকের মাঝে কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন স্টিভ স্মিথ। নিজের দোষ স্বীকার করে নেন। জানান, অজি অধিনায়ক হিসাবে সব দায় তাঁর। তবে তিনি অনুতপ্ত। তিনি ভুল করেছেন। কেপটাউনের ঘটনা তাঁর অধিনায়কত্বের ব্যর্থতা বলেও এদিন মেনে নেন মর্মাহত স্মিথ। ফের তিনি দেশের অধিনায়ক হিসাবে ফিরে আসতে চান বলেও কান্নাভেজা চোখে জানান বল বিকৃতি কাণ্ডে দোষী সাব্যস্ত ২৮ বছরের স্মিথ।