ফের ইডেনের সবুজ গালিচায় পা দিলেন অস্ট্রেলিয়ার অন্যতম সফল অধিনায়ক স্টিভ ও। এবার আর খেলোয়াড় হিসাবে নয়। লেখক হিসাবে। তিনি একটি বই লিখছেন ক্রিকেটের ওপর। স্পিরিট অফ ক্রিকেট নামে বইটির জন্য নানা প্রান্তে ঘুরছেন স্টিভ। একটি তথ্যচিত্র নিয়েও নাকি কাজ শুরু করেছেন। সোমবার ইডেনে শুরু হতে যাচ্ছিল বাংলা ও দিল্লির মধ্যে রনজি ম্যাচ। তার আগেই সেখানে হাজির হন স্টিভ।
অবশ্যই রনজি ম্যাচে বিশ্ব ক্রিকেটের অন্যতম নাম স্টিভ ওকে পেয়ে খুশি ক্রিকেটাররা। ইডেনে বেশ কিছুক্ষণ কাটান স্টিভ। সময় কাটান খেলোয়াড়দের সঙ্গে। ১৯৯৯ সালের বিশ্বকাপ বিজেতা অধিনায়ক এদিন অনেক ছবিও তোলেন। ক্যামেরা হাতেই তাঁকে সর্বক্ষণ দেখা গেছে। ইডেনকে ভারতীয় ক্রিকেটের মক্কা বলা হয়। সেই ইডেনের সঙ্গে তাঁর অনেক স্মৃতি জড়িয়ে আছে। সেকথাও বলেন স্টিভ।
ইডেন থেকে বেরিয়ে স্টিভ ও হাজির হন ময়দানে। সেখান থেকে কলকাতা পুলিশ অ্যাথলেটিক ক্লাবের মাঠে। সেখান থেকে যান ক্যালকাটা কাস্টমস-এর মাঠে। প্রায় সারা দিনটাই তিনি ঘুরেছেন এখানে। কলকাতার সঙ্গে অবশ্য স্টিভ ওর সম্পর্ক অনেক দিনের। উদয়ন চিলড্রেনস হোমের সঙ্গে যুক্ত তিনি। ব্যারাকপুরে উদয়ন চিলড্রেনস হোমে গত রবিবারটা কাটিয়েছিলেন স্টিভ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা