স্টিভেন স্পিলবার্গের কথায় আনন্দে আত্মহারা বাহুবলীর পরিচালক রাজামৌলি
কি এমন কথা বললেন বিখ্যাত পরিচালক স্টিভেন স্পিলবার্গ যে বাহুবলীর পরিচালক রাজামৌলির মনে হল চেয়ার থেকে উঠে নাচেন? কথাটা অবশ্য নেচে ওঠার মতই ছিল।
বিশ্বের অন্যতম সেরা পরিচালকদের তালিকায় তিনি পড়েন। তিনি কিংবদন্তি। চলচ্চিত্র দুনিয়াকে তিনি ‘ইটি’, ‘ইন্ডিয়ানা জোনস’, ‘জুরাসিক পার্ক’, ‘সিন্ডলার্স লিস্ট’, ‘জস’, ‘এম্পায়ার অফ দ্যা সান’, ‘সেভিং প্রাইভেট রায়ান’, ‘ক্যাচ মি ইফ ইউ ক্যান’, ‘ওয়েস্ট সাইড স্টোরি’ সহ একগুচ্ছ কালজয়ী সিনেমা উপহার দিয়েছেন। তাঁর এখনও পর্যন্ত সর্বশেষ সিনেমা ‘ফ্যাবলম্যানস’।
তিনি স্টিভেন স্পিলবার্গ। তাঁর সঙ্গেই ভিডিও কলে কথা হল ‘বাহুবলী’, ‘আরআরআর’-এর মত ভারতে সাড়া জাগানো সিনেমার পরিচালক এসএস রাজামৌলির। কথা হওয়ার পাশাপাশি রাজামৌলি শুনলেন স্পিলবার্গের কাছে আরআরআর নিয়ে অনেক কথা।
স্পিলবার্গ জানান, তিনি আরআরআর দেখেছেন। যা তাঁর অসাধারণ লেগেছে। সিনেমাটিকে ‘আই ক্যান্ডি’ বলে ব্যাখ্যা করেছেন স্পিলবার্গ।
অভিনয়ও স্পিলবার্গের দারুণ লেগেছে। অসাধারণ এই সিনেমার দৃশ্যায়ন। স্পিলবার্গের মতে, এই সিনেমাটি দেখতে পাওয়া তাঁর কাছে একটা অসাধারণ প্রাপ্তি।
স্বয়ং স্পিলবার্গের মুখে কথাগুলো শুনতে পাওয়া যে কোনও পরিচালকের কাছেই একটা বড় পাওয়া। সেই স্পিলবার্গের কাছ থেকে আরআরআর নিয়ে এই দরাজ সার্টিফিকেট পাওয়ার পর রাজামৌলি জানান, কথাগুলো শোনার পর মনে হচ্ছিল চেয়ার থেকে উঠে নাচেন। এটা তাঁর কাছে কত বড় পাওয়া তা যে কোনও চলচ্চিত্র জগতের মানুষের কাছেই অনুমেয়।
এক জীবন্ত কিংবদন্তির রাজামৌলির প্রশংসায় এভাবে পঞ্চমুখ হওয়া ভারতবাসীর জন্যও অত্যন্ত গর্বের। প্রসঙ্গত আরআরআর সিনেমার গান ‘নাতু নাতু’ অস্কারে সেরা গানের তালিকাতেও মনোনীত হয়েছিল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা