দেশের আর্থিক বৃদ্ধির হারকে শক্তিশালী করতে এদিন ফের একবার রেপো রেট কমিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। যাতে মধ্যবিত্ত গাড়ি, বাড়ির ঋণগ্রহীতারা খুশির হয়েছেন। একটা আশা তৈরি হয়েছে যে তাঁদেরও ঋণের ওপর সুদের হার কমবে। কিন্তু রেপো রেট কমা খুশি করতে পারেনি ভারতীয় শেয়ার বাজারকে। বরং এদিন রেপো রেটের হার হ্রাস ফেলে দিয়েছে বাজারকে। যে বাজার ২৫০ পয়েন্টে বেড়ে থেকে আগের দিন বন্ধ হয়েছিল সেই বাজার শুক্রবার পড়ে যায় ৪৩৩ পয়েন্ট।
শুক্রবার মুম্বই শেয়ার বাজার বন্ধ হয়েছে ৪৩৩ পয়েন্ট পড়ে। সূচক সেনসেক্স যেখানে আগের দিন সবুজ উর্ধ্বমুখী তিরে শেষ করেছিল, সেখানে তা এদিন শেষ হয় লাল নিম্নমুখী তির দিয়ে। সেনসেক্স ৪৩৩ পয়েন্ট পড়ে বন্ধ হয় ৩৭ হাজার ৬৭৩ পয়েন্টে। অন্যদিকে পড়েছে নিফটিও। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটি ১৩৯ পয়েন্ট পড়ে বন্ধ হয় ১১ হাজার ১৭৪ পয়েন্টে।
শুক্রবার রেপো রেট কমার কথা ঘোষণা হওয়ার পর সবচেয়ে বেশি পড়তে থাকে ব্যাঙ্কিং সেক্টর ও ফিনান্সিয়াল সেক্টর। যা কার্যত পুরো বাজারটাকেই এদিন নামিয়ে এনেছে। অনেকেই ব্যাঙ্কের শেয়ার বেচতে থাকেন। বেচতে থাকেন ফিনান্সিয়াল সেক্টরের শেয়ারগুলি। যেভাবে বারবার জিডিপি হারের নিম্নমুখী রিভিশন চলছে তাতে লগ্নিকারীরা আর ঝুঁকি নিতে সাহস করেননি বলেই মনে করছেন শেয়ার বিশেষজ্ঞেরা।