বৃহস্পতিবার বাজার চলাকালীন রেকর্ড উচ্চতায় পৌঁছে গেল ভারতীয় শেয়ার বাজার। একসময়ে ৩৪০ পয়েন্ট বেড়ে মুম্বই শেয়ার সূচক সেনসেক্স পৌঁছে যায় ৪০ হাজার ৩৯২ পয়েন্টে। ভারতীয় শেয়ার বাজারের ইতিহাসে এই উচ্চতা ছোঁয়ার রেকর্ড সেনসেক্সের নেই। এমন রেকর্ড উচ্চতা ছোঁয়ায় দালাল স্ট্রিটে কার্যত দিওয়ালীর পর ফের এক দিওয়ালীর আনন্দ গ্রাস করে।
দিনের শেষে অবশ্য সূচক শেয়ার বিক্রির চাপে কিছুটা হলেও নামে। অবশেষে বন্ধ হওয়ার সময় ৭৭ পয়েন্ট বেড়ে সেনসেক্স এদিনের মত স্থির হয় ৪০ হাজার ১২৯ পয়েন্টে। এভাবে ৪০ হাজারি গণ্ডি ধরে রাখাটাও কিন্তু ভাল লক্ষ্মণ বলে মেনে নিচ্ছেন বিশেষজ্ঞেরা। এই ধীরে হলেও প্রাত্যহিক উত্থান যদি ভারতীয় শেয়ার বাজার ধরে রাখতে পারে তাহলেও বাজারে একটা স্থিতিশীলতা তৈরি হবে। যা বাজারের পক্ষেই ভাল।
সেনসেক্সের উত্থানে পালে হাওয়া পায় ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটিও। যদিও বাজারের শেষের দিকে ব্যাঙ্কিং সেক্টরের স্টক বিক্রির ধুম পড়ায় ফের কিছুটা নিচে নামে নিফটি। যদিও নিফটি দিন শেষ করেছে সূচক সবুজ রেখেই। এদিন দিনের শেষে ৩৩ পয়েন্ট বেড়ে নিফটি বন্ধ হয় ১১ হাজার ৮৭৭ পয়েন্টে। দিওয়ালীর মরসুমে চাঙ্গা শেয়ার বাজার শুক্রবারে এই সপ্তাহ শেষটা কেমন করে সেদিকেই চেয়ে সকলে।