বাজেটের খুব দ্রুত প্রভাব পড়ে শেয়ার বাজারে। ভাল ইঙ্গিত পেলে চাঙ্গা। নাহলে ধস নামে সূচকে। শনিবার অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বাজেট পেশের সময় থেকেই পড়তে থাকে বাজার। আর বাজার এতটাই বাজেট থেকে হতাশ যে তা দিনের শেষ পর্যন্ত পড়েছে। এদিন বাজার বন্ধ হওয়ার সময় মুম্বই শেয়ার বাজারের সূচক সেনসেক্স পড়েছে ৯৮৮ পয়েন্ট। মাত্র আর ১২ পয়েন্ট পড়লে তা ১ হাজারের গণ্ডি পার করত। যা কার্যত ধস নামার শামিল।
মুম্বই শেয়ার বাজারের সূচকে বাজেট হতাশা যখন স্পষ্ট তখন নিফটিতেও তা পড়তে বাধ্য। পড়েছেও। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটি এদিন ৩৭৪ পয়েন্ট পড়েছে। একদিনে নিফটির এতটা পতন বড় একটা দেখা যায়না। এদিন বাজার বন্ধ হওয়ার সময় নিফটি ৩৭৪ পয়েন্ট পড়ে দাঁড়ায় ১১ হাজার ৬৬১ পয়েন্টে। অন্যদিকে সেনসেক্স ৯৮৮ পয়েন্ট পড়ে দাঁড়ায় ৩৯ হাজার ৭৩৫ পয়েন্টে।
ভারতীয় শেয়ার বাজারের হতাশা এদিন অনেক শেয়ার ফেলে দিয়েছে। সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছে পরিকাঠামো ক্ষেত্র ও ক্যাপিটাল গুডস ক্ষেত্র। এই ২টি ক্ষেত্রের শেয়ারগুলি এদিন সবচেয়ে বড় পতনের মুখ দেখেছে। পরিকাঠামো ক্ষেত্রে নির্মলা সীতারমন তেমন কোনও আশার আলো দেখাতে পারেননি বলে মনে করছেন বিশেষজ্ঞেরা। ফলে এসব শেয়ার বিক্রি করে দিয়েছেন অনেকে। এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে কমবেশি ধাক্কা খেয়েছে বাজার।