একদিনে এমন ধস কখনও দেখেনি ভারতীয় শেয়ার বাজার
প্রায় ৩ হাজার পয়েন্টের কাছে পড়ে গেল মুম্বই শেয়ার সূচক। নিফটি পড়ল প্রায় ৯০০ পয়েন্টের কাছে। এমন অবস্থা ভারতীয় শেয়ার বাজারের জন্মলগ্ন থেকে কখনও হয়নি।
একদিনে সূচক পতনের রেকর্ড গড়ল ভারতীয় শেয়ার বাজার। একদিনে প্রায় ৩ হাজার পয়েন্টের কাছে পড়ে গেল মুম্বই শেয়ার সূচক। অন্যদিকে নিফটি পড়ল প্রায় ৯০০ পয়েন্টের কাছে। এমন অবস্থা ভারতীয় শেয়ার বাজারের জন্মলগ্ন থেকে কখনও হয়নি। গত সোমবার আতঙ্ক ছড়িয়েছিল বাজারে। ওইদিন দিনের মাঝে ২ হাজার ৪০০ পয়েন্ট পড়ে যায় বাজার। পরে তা ঘুরে দাঁড়িয়ে প্রায় ২ হাজারের কাছে পড়ে বন্ধ হয়। তাতেই মানুষের মাথায় হাত পড়েছিল। এদিন যা হল তারপর তো মাথা ঘুরে গেছে অনেকের।
বৃহস্পতিবার দিনের শেষে ২ হাজার ৯১৯ পয়েন্ট পড়ে মুম্বই শেয়ার বাজারের সূচক বন্ধ হয় ৩২ হাজার ৪৯৩ পয়েন্টে। গত ২৩ মাসে এমন তলানিতে ভারতীয় শেয়ার বাজার যায়নি। যে বাজার ৪২ হাজারে ঘোরাফেরা করছিল, তা মাত্র কদিনের ফারাকে নেমে গেল ৩২-এর ঘরে। ফলে মাথায় হাত পড়েছে বাজারের সঙ্গে যুক্ত মানুষজনের। মুম্বই শেয়ার সূচকে এমন ধস নামা মানে নিফটি-ও পড়বে। বৃহস্পতিবার নিফটিও একদিনে যা পড়েছে তা একটা রেকর্ড। দিনের শেষে নিফটি ৯৫০ পয়েন্ট পড়ে বন্ধ হয় ৯ হাজার ৫০৮ পয়েন্টে। এদিন ১০ হাজারের নিচে চলে যায় নিফটি।
করোনা ভাইরাসের সংক্রমণ বিশ্ব জুড়ে মহামারির আকার নিয়েছে বলে জানিয়েছে হু। করোনার জের ও বিশ্ব বাজারে তেলের দামের পতন প্রতিটি শেয়ার বাজারেই প্রভাব ফেলছিল। করোনা আতঙ্ক আরও বড় থাবা এদিন বসিয়ে দিল ভারতীয় শেয়ার বাজারে। বিশ্বের সব বড় শেয়ার বাজারই এদিন খারাপ ফল করেছে। তার প্রভাব থেকে ভারতীয় বাজার মুক্তি পায়নি। করোনা আতঙ্কে লগ্নিকারীরা শেয়ার বাজার থেকে তাঁদের লগ্নির টাকা তুলে নিতে উঠে পড়ে লেগেছেন। যা বিশ্ব জুড়েই বাজার ফেলে দিচ্ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা