Business

ভারতের শেয়ার বাজারে ধস অব্যাহত

শনি ও রবিবার থাকায় ২ দিন রেহাই পেলেও সোমবার বাজার খুলতেই ফের ধসের মুখে পড়ল ভারতীয় শেয়ার বাজার। বাজার খোলার পরই বেচার ঠেলায় হুহু করে পড়তে থাকে সূচক। যা বাজার বন্ধ হওয়া পর্যন্ত বজায় ছিল। বিশ্ব জুড়েই করোনা ভাইরাসের জেরে যে উদ্বেগ ছড়িয়েছে তাতে হুহু করে পড়ছে বিভিন্ন শেয়ার বাজারের সূচক। তার প্রভাব থেকে মুক্ত হতে পারল না ভারতও। একদিনে সোমবার ভারতীয় শেয়ার বাজার পড়ল ২ হাজার ৭১৩ পয়েন্ট। যাকে ফের বড় ধস হিসাবেই দেখছেন বিশেষজ্ঞরা।

সোমবার বাজার খোলার পরই মুম্বই শেয়ার সূচক নিচের দিকে নামতে থাকে। যা দিনের শেষে হারায় ২ হাজার ৭১৩ পয়েন্ট। বাজার বন্ধ হয় ৩১ হাজার ৩৯০ পয়েন্টে। এভাবে পড়তে থাকলে ৩০ হাজারি ঘরও ভারতীয় শেয়ার বাজার ধরে রাখতে পারবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। নিফটিও এদিন বড় ধসের মুখে পড়ে। দিনের শেষে নিফটি পড়েছে ৭৫৭ পয়েন্ট। বন্ধ হয় ৯ হাজার ১৯৭ পয়েন্টে।


বিশ্ব জুড়ে করোনাকে প্যানডেমিক ঘোষণা করেছে হু। করোনায় এখনও পর্যন্ত বিশ্বজুড়ে ৬ হাজার ৬৬৮ জনের মৃত্যু হয়েছে। করোনা কাবু করেছে ১ লক্ষ ৭৩ হাজার ৩১৮ জনকে। করোনা থেকে সেরে বাড়ি ফিরেছেন ৭৭ হাজার ৭৮৯ জন। এই পরিস্থিতিতে সারা বিশ্ব জুড়েই করোনা নিয়ে একটা ভীতি ছড়িয়েছে। যার প্রভাব পড়েছে বিভিন্ন শেয়ার বাজারে। বিশ্বের প্রায় সব শেয়ার বাজারের হালই বেহাল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button