Business

ধস অব্যাহত, পড়েই চলেছে ভারতীয় শেয়ার বাজার

সকালে এখন শেয়ার বাজার খুললেই বুক ধুকপুক করা শুরু হয়ে যাচ্ছে শেয়ার বাজারের সঙ্গে যুক্ত মানুষজনের। এই বুঝি ধস নামল। হচ্ছেও তাই। গত সোম ও মঙ্গলবারের পর বুধবারও বাজারে ধস অব্যাহত। পড়েই চলেছে বাজার। বুধবার দিনের একটা সময়ে ২ হাজার ৪০০ পয়েন্ট পড়ে যায় মুম্বই শেয়ার বাজার। যত বিশ্ব জুড়ে করোনার শিকার বাড়ছে। করোনায় মৃতের সংখ্যা বাড়ছে। ততই পড়ছে বাজার।

বুধবার দিনের শেষে অবশ্য কিছুটা হলেও ঘুরে দাঁড়ায় বাজার। দিনের শেষে ১ হাজার ৭০৯ পয়েন্ট পড়ে বাজার বন্ধ হয় ২৮ হাজার ৮৬৯ পয়েন্টে। বড়সড় ধাক্কা খেয়েছে নিফটিও। নিফটি এদিন দিনের শেষে ৪৯৮ পয়েন্ট পড়ে যায়। দিনের শেষে নিফটি বন্ধ হয় ৮ হাজার ৪৬৮ পয়েন্টে। এমন অঙ্কে মুম্বই শেয়ার সূচক বা ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক গিয়ে দাঁড়িয়েছে যে তা শেষ কবে দেখা গিয়েছিল তা অনেকেই ভুলতে বসেছেন।


বুধবার ব্যাঙ্কিং সেক্টরের শেয়ার সবচেয়ে বেশি পড়েছে। এইডিএফসি, কোটাক মহিন্দ্রা, অ্যাক্সিস ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক ও ইন্ডাসইন্ড ব্যাঙ্ক সবচেয়ে বড় ক্ষতির সম্মুখীন হয়। যেভাবে বিশ্ব জুড়ে করোনা ছড়াচ্ছে। তাতে দিন ঘুরলেই রাতারাতি সব ঠিক হয়ে যাবে এমন সম্ভাবনা নেই। বরং এটাই পরিস্কার নয় যে এই পরিস্থিতি কতদিন বজায় থাকবে। এই অবস্থায় ভারতীয় শেয়ার বাজার কোথায় নামবে সেটাই বুঝে উঠতে পারছেন না কেউ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button