শেয়ার বাজার পড়ল, তবে পতনে হারে লাগামও পড়ল
বৃহস্পতিবারও বাজার সকাল থেকেই পড়তে শুরু করে। মুম্বই শেয়ার বাজার এক সময়ে দেড় হাজার পয়েন্টের কাছে পড়ে যায়। পরে অবশ্য তা কিছুটা ঘুরে দাঁড়ায়।
পড়েই চলেছে ভারতীয় শেয়ার বাজার। ভারতীয় শেয়ার বাজারের প্রাত্যহিক পতনের জেরে এখন ২৮ হাজারি ঘরে নেমে এসেছে বাজার। শেয়ার বিশেষজ্ঞেরাও বুঝে উঠতে পারছেন না যে পতন হতে হতে বাজার কোথায় গিয়ে থিতু হবে। আর যেখানে থিতু হবে সেখান থেকে ফের ৪০ হাজারের ওপর বাজারকে টেনে নিয়ে যাওয়া কতদিনে সম্ভব হবে! যদিও তা দূরের ভাবনা। আপাতত পতন অব্যাহত। বৃহস্পতিবারও বাজার সকাল থেকেই পড়তে শুরু করে। মুম্বই শেয়ার বাজার এক সময়ে দেড় হাজার পয়েন্টের কাছে পড়ে যায়। পরে অবশ্য তা কিছুটা ঘুরে দাঁড়ায়।
বৃহস্পতিবার মুম্বই শেয়ার বাজারের সূচক ৫৮১ পয়েন্ট পড়ে বন্ধ হয় ২৮ হাজার ২৮৮ পয়েন্টে। অন্যদিকে পড়েছে নিফটিও। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক এদিন ২০৫ পয়েন্ট পড়েছে। দিনের শেষে বন্ধ হয়েছে ৮ হাজার ২৬৩ পয়েন্টে। লগ্নিকারীরা বিশ্ব মহামারি ঘোষণা হওয়া করোনার বাড়তে থাকা দাপটে শঙ্কিত। তাঁরা মনে করছেন এরফলে বিশ্ব অর্থনীতির যে ক্ষতি হচ্ছে তাতে আগামী দিনে বিশ্বে আর্থিক মন্দার পরিবেশ তৈরি হবে।
লগ্নিকারীরা এখন শেয়ার বাজারে হওয়া লগ্নি ঘরে তুলতে ব্যস্ত। ফলে বিক্রি কমার নাম নিচ্ছে না। বাজার খুললেই শুরু হচ্ছে শেয়ার বিক্রির ধুম। যা গোটা বাজারকেই ফেলে দিচ্ছে। ভারতীয় বাজার আরও পড়ে যাচ্ছে বিশ্ব বাজারগুলির বেহাল দশার কারণে। সব মিলিয়ে শেয়ার বাজারের সঙ্গে যুক্ত মানুষজনের মাথা থেকে হাত নামছে না। প্রতিদিন বাজার খুললেই তাঁদের বুক ধুকপুক শুরু হয়ে যাচ্ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা