ফের রেকর্ড উচ্চতায় ভারতীয় শেয়ার বাজার, ১৭ হাজারে নিফটি
ফের রেকর্ড উচ্চতা ছুঁয়ে ফেলল ভারতীয় শেয়ার বাজার। সেনসেক্স ও নিফটি ২ সূচকই এদিন রেকর্ড গড়ে। স্বাভাবিকভাবেই খুশির হাওয়া দালাল স্ট্রিটে।
ভারতীয় শেয়ার বাজারে চাঙ্গা ভাব বজায় রয়েছে বেশ কিছুদিন ধরেই। কদিন আগেই মুম্বই শেয়ার সূচক ৫৬ হাজারের গণ্ডি পার করে রেকর্ড তৈরি করেছিল। মঙ্গলবার তাও ছাপিয়ে তৈরি হল নতুন রেকর্ড।
এদিন ৫৭ হাজারের গণ্ডি পার করে গেল সেনসেক্স। এই উচ্চতায় সূচক পৌঁছল ভারতীয় শেয়ার বাজারে প্রথম। এদিন ৫৭ হাজার ছোঁয়ার আশা একটা ছিলই।
বাজার খোলার পর থেকেই চাঙ্গা ভাব আরও আশা বাড়িয়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই ৫৭ হাজার ছুঁয়ে ফেলে বাজার।
তারপর তা আরও বাড়তে থাকে। এক সময় সাড়ে ৫৭ হাজারও পার করে যায় সূচক। দিনের শেষে ৬৬২ পয়েন্ট বেড়ে সেনসেক্স বন্ধ হয় ৫৭ হাজার ৫৫২ পয়েন্টে।
মুম্বই শেয়ার বাজারের সূচক সেনসেক্সের সঙ্গে তাজা ভাব দেখা গেছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটিতেও।
নিফটি এদিন ১৭ হাজারের গণ্ডি পার করে রেকর্ড গড়ে। দিনের শেষে ২০১ পয়েন্ট বেড়ে নিফটি বন্ধ হয় ১৭ হাজার ১৩২ পয়েন্টে।
অবশ্যই এই চাঙ্গা ভাবের জেরে বাজারের এই উত্থানে খুশির হাওয়া বয়ে গেছে দালাল স্ট্রিটে। বিনিয়োগকারীরাও বেজায় খুশি বাজারের এই উত্থানে। তবে বিশেষজ্ঞেরা বুঝে শুনে বিনিয়োগেরই পরামর্শ দিচ্ছেন।
এদিন সবচেয়ে ভাল ফল করে টাটা কনসালটেন্সি সার্ভিসেস, টেক মহিন্দ্রা, বাজাজ ফাইনান্স, ভারতী এয়ারটেল, ব্রিটানিয়া ইন্ডাস্ট্রিজ, হিন্দুস্তান ইউনিলিভার, এইচসিএল টেকনোলজিস-র মত সংস্থাগুলি।