এই মন্দিরে দেবতাজ্ঞানে পূজিত হন নেতাজি সুভাষচন্দ্র বসু
নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালিত হল মহা ধুমধামে। পরাক্রম দিবস পালন করল দেশ। রাজ্যের একটি মন্দিরে বিগ্রহ হিসাবে প্রতিষ্ঠিত নেতাজির মূর্তি। সেখানও হল পুজো।
নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবস পালিত হল দেশজুড়ে। কেন্দ্র এই দিনটিকে পরাক্রম দিবস হিসাবে ঘোষণা করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতাজির জন্মদিবসে এই মহান দেশনায়কের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন।
দেশের নানা প্রান্তে নেতাজির মূর্তি রয়েছে। সেখানে নেতাজির মূর্তি সাজিয়ে, রং করে, পরিস্কার করে মালা পরিয়ে শ্রদ্ধা নিবেদনও হয়েছে। শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে নেতাজির মূর্তিও কয়েকদিন আগে থেকেই সাফ করা, রং করার কাজ চলছিল।
কিন্তু এই দিনের পর নেতাজি মূর্তির খবর অধিকাংশ ক্ষেত্রেই রাখা হয়না। মূর্তি অবহেলায় পড়ে থাকে। এমনই বিভিন্ন দেশনায়কের মূর্তির ক্ষেত্রেই হয়ে থাকে। কিন্তু এই বঙ্গেই এমন এক মন্দির রয়েছে যেখানে বিগ্রহের মর্যাদায় নেতাজি পূজিত হন।
এখানে বলে রাখা ভাল যে বারাণসীতে একটি নেতাজির মন্দির স্থাপিত হয়েছে ২০২০ সালে। তবে এ বঙ্গে জলপাইগুড়ির পঞ্চমুখী হনুমান মন্দিরে রয়েছে নেতাজির মূর্তি। গর্ভগৃহের দেওয়ালে ম্যুরালের মত করে রাখা।
সেখানে অন্য দেবতাদের সঙ্গে নেতাজিও সারাবছর পূজিত হন। জন্মদিনে নেতাজির জন্য বিশেষ ভোগও নিবেদন করা হয়। এখানে সারা বছরই পূর্ণ শ্রদ্ধা ও ভক্তিতে নেতাজি সম্মান পান।
একসময় বুড়ো বাবা নামে এক সাধু এই মন্দির নির্মাণ করেছিলেন। জলপাইগুড়ির মাসকলাইবাড়িতে এই মন্দির তৈরি করার পর সেই হনুমান মন্দিরে রাম সীতার সঙ্গে রয়েছেন নেতাজিও। পূজিত হচ্ছেন ঈশ্বরজ্ঞানে।