তিনি ছিলেন দেশের স্বাধীনতা বিপ্লবের এক আইকন। দেশ নায়ক হিসাবে তিনি সারা দেশের সকলের প্রিয়। নেতাজির অভাব আজও অনুভব করে দেশ। এভাবেই নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁকে সম্মান জানিয়ে ট্যুইট করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। ট্যুইটে নেতাজিকে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রীও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁকে প্রণাম জানিয়ে বলেন, নেতাজি ছিলেন এমন এক বলিষ্ঠ মানুষ যিনি তাঁর জীবনটা দেশকে স্বাধীন করার জন্য দিয়ে দিয়েছেন। বেঁচেছেন আত্মসম্মান বজায় রেখে। তাঁর স্বপ্নকে মাথায় রেখে একটি শক্তিশালী ভারত গঠনে তাঁরা বদ্ধ পরিকর।
রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী বলেই নয়, নেতাজির জন্মজয়ন্তীতে তাঁকে শ্রদ্ধা জানান রাজনাথ সিং থেকে সীতারাম ইয়েচুরি, অশোক গেহলৌত থেকে অমিত শাহ। বুধবার নেতাজির জন্মভিটে কটকে ছিল বিশেষ অনুষ্ঠান।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)