নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৩ তম জন্মজয়ন্তী উপলক্ষে রাজ্য জুড়ে সকাল থেকেই শুরু হয় নানা অনুষ্ঠান, পতাকা উত্তোলন, নেতাজি মূর্তিতে মাল্যদান, প্রভাতফেরি। এদিন শ্যামবাজার পাঁচমাথার মোড়ে নেতাজি মূর্তিতে মাল্যদান হয়। রাস্তাতেই হয় বিশেষ অনুষ্ঠান। নেতাজির জীবন নিয়ে বক্তব্য রাখেন বহু বিশিষ্ট ব্যক্তি। এদিন নেতাজি ভবনেও ছিল বিশেষ অনুষ্ঠান। উপস্থিত ছিলেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী, প্রাক্তন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধী, সাংসদ সুগত বসু, কৃষ্ণা বসু সহ বহু বিশিষ্টজন।
বুধবার সকাল থেকেই পাড়ায় পাড়ায় শুরু হয় পতাকা উত্তোলন। অনেক জায়গায় শোভাযাত্রা বার হয়। নেতাজির ছবি হোক বা মূর্তি, হয় মাল্যদান। শ্রদ্ধা নিবেদন। বিভিন্ন স্কুলেও নেতাজি জন্মজয়ন্তী শ্রদ্ধা ও উৎসবের মেজাজে পালিত হয়েছে। ছাত্রছাত্রীদের নেতাজির আদর্শ, তাঁর সংগ্রাম, আত্মত্যাগ সম্বন্ধে বিষদে জানাতে অনেক স্কুলে আলোচনাসভা হয়। সব মিলিয়ে বুধবার সকালটা গোটা রাজ্য জুড়েই হয়ে রইল নেতাজিময়। বাংলার এই বীরপুরুষকে শ্রদ্ধা জানাতে এদিন কোথাও কার্পণ্য করেনি বঙ্গবাসী।