নেতাজি সুভাষচন্দ্র বসুর অন্তর্ধানের পর বিভিন্ন সময়ে তাঁকে নানা রূপে নাকি দেখা গেছে। এমন কথা অনেকেরই জানা। তারমধ্যে সবচেয়ে বেশি চর্চিত হয়েছে ‘গুমনামি বাবা’ চরিত্রটি। বহু মানুষ মনে করেন নেতাজি গুমনামি বাবা রূপেই ফিরে এসেছিলেন। সেই গুমনামি বাবাকে নিয়েই শুরু হল একটি সিনেমার শ্যুটিং। নাম ‘গুমনামি’। সিনেমাটি পরিচালনা করছেন সৃজিত মুখোপাধ্যায়। গুমনামি বাবা-র চরিত্রে অভিনয় করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
মঙ্গলবার থেকে শুরু হল এই সিনেমার শ্যুটিং। আসানসোলে শুরু হল শ্যুটিং। আসানসোলের অন্ডাল বিমানবন্দরে মহরত শট শ্যুট করা হয়। এই সিনেমায় আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয় অভিনয় করতে পারেন বলেও শোনা যাচ্ছে। এদিকে বাবুল সুপ্রিয় সিনেমাটি নিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। তাঁর লোকসভা কেন্দ্রের অন্তর্গত অন্ডাল বিমানবন্দরে মহরত শট হচ্ছে বলে তিনি আরও উত্তেজিত বলে ট্যুইটে প্রকাশ করেন বাবুল।
অনেকে মনে করেন নেতাজি নাকি উত্তরপ্রদেশের ফিরোজাবাদে গুমনামি বাবা বা মহাকাল বা ভগবানজি নামে ছিলেন। সেখানেই বেশ কিছু দিন কাটান তিনি। যদিও এটা পুরোটাই মনে করা। ভারত সরকার এখনও পর্যন্ত নেতাজি অন্তর্ধান নিয়ে ৩টি কমিশন গঠন করেছে। যদিও সম্পূর্ণ সত্য এখনও অধরা। এদিকে এদিন শ্যুটিং শুরু হওয়া গুমনামি সিনেমাটি মুক্তি পেতে পারে এবারের দুর্গাপুজোর সময়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা