Entertainment

নতুন প্রজন্মের অভিনেতাদের চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন সুভাষ ঘাই

চিত্রপরিচালক হিসাবে তিনি একটা যুগ তৈরি করেছিলেন। সেই সুভাষ ঘাই এবার নতুন প্রজন্মের অভিনেতাদের কড়া ভাষায় সমালোচনা করলেন।

কর্জ, হিরো, খলনায়ক থেকে পরদেশ বা তাল, যখনই সুভাষ ঘাই সিনেমা তৈরি করেছেন তা বক্স অফিসের মুখ দেখেছে। কীভাবে সিনেমা হিট করাতে হয় তা তাঁর বিলক্ষণ জানা ছিল। ফলে বলিউডের পরিচালক কুলে তিনি নিজের একটা ধারা, একটা যুগ তৈরি করতে পেরেছিলেন।

সেই সুভাষ ঘাই নতুন প্রজন্মের অভিনেতা, পরিচালকদের নিয়ে মুখ খুললেন। একপ্রস্ত সমালোচনাও করেন তিনি। সুভাষ ঘাই স্পষ্ট কথায় জানান, নতুন যুগের অভিনেতা বা পরিচালকদের মধ্যে কাজের প্রতি আবেগ প্রবণতা কম।


কাজটা করার সময় মনের ভিতর থেকে একটা আবেগ কাজ করলে তা কাজের মান ভাল করে সন্দেহ নেই। সেই দিকটিই তুলে ধরার চেষ্টা করেছেন সুভাষ ঘাই।

তাঁর আরও অভিযোগ, এখনকার অভিনেতা, পরিচালকরা এই জগতের প্রবীণ ব্যক্তিত্বদের সম্মান করতে জানেননা। তাঁরা এটা বুঝতে পারেননা বড়দের সম্মান যত করবেন, ততই বেশি করে শিখবেন।


এমন নয় যে সুভাষ ঘাই সারাক্ষণ সমালোচনাই করেছেন। তারিফও করেছেন নতুন প্রজন্মের অভিনেতা, পরিচালকদের। তাঁর মতে, বর্তমান প্রজন্মের অভিনেতা এবং পরিচালকরা যথেষ্ট প্রতিভাবান। তাঁদের কল্পনাশক্তিও যথেষ্ট। অভিনয় প্রতিভা রয়েছে।

চাইলে অনেক ভাল অভিনয় করতে পারেন অভিনেতারা। অন্যদিকে পরিচালকরা অত্যন্ত পেশাদার। বর্তমান সময় সম্বন্ধে তাঁদের জ্ঞান যথেষ্ট। তাঁরা সমসাময়িক সময়কে খুব ভাল বুঝতে পারেন।

ফলে অনেক গুণও রয়েছে নতুন প্রজন্মের অভিনেতা পরিচালকদের। কেবল কাজের প্রতি আবেগটা কম। আর বড়দের প্রতি সম্মান প্রদর্শনের তাঁদের মধ্যে অভাব রয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button