
প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার নাম বদল চায় রাজ্য সরকার। বৃহস্পতিবার একথা স্পষ্ট করে দিলেন পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। নাম বদলে রাজ্য সড়ক যোজনা করার কথা ভেবে দেখছে রাজ্য। কারণ হিসাবে আর্থিক দায়ভারের যুক্তি সামনে এনেছেন মন্ত্রী। তাঁর দাবি, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার ৪০ শতাংশ ব্যয়ভার বহন করে রাজ্য। তাহলে কেন্দ্রের দেওয়া নাম রাজ্য কেন মানবে? তিনি এই নামের বদল চান। মন্ত্রী আরও বলেন, যেসব প্রকল্পের সম্পূর্ণ খরচ কেন্দ্র একা দিচ্ছে সেখানে তারা কী নাম রাখল তাতে রাজ্যের কিছু বলার নেই। কিন্তু যেখানে রাজ্য প্রকল্পের একটা বড় অংশের ব্যয়ভার বহন করছে সেখানে নাম নিয়ে রাজ্যের একটা বক্তব্য থাকতেই পারে।