রাজ্যপাল-মুখ্যমন্ত্রী দ্বৈরথে রাজ্যপালকে কড়া ভাষায় আক্রমণ করলেন পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। এদিন রাজ্যপালকে বিজেপির তোতাপাখি বলে কটাক্ষ করেন তিনি। দাবি করেন বিজেপির চিঠির খসরা পর্যন্ত রাজ্যপাল করে দেন। সুব্রতবাবুর কটাক্ষ, রাজ্য সরকার যে ভাষণ লিখে দেন সেটাই বিধানসভার অধিবেশনের শুরুতে পাঠ করেন রাজ্যপাল। সেখানে মুখ্যমন্ত্রী সম্বন্ধে ভাল কথা লেখা থাকে। আর সেটা পড়তে বাধ্য থাকেন তিনি। তখন আবার বিরোধীরাই রাজ্যপালের বিরুদ্ধে কথা বলেন। সেক্ষেত্রে সুব্রতবাবুর প্রশ্ন, রাজ্যপালের কটা মুখ, আর কটা মুখোশ? এখানেই শেষ নয়, সবশেষে পঞ্চায়েতমন্ত্রীর কটাক্ষ, আলু আর আলুবখরা কী এক!