৪ সপ্তাহের জন্য শর্তসাপেক্ষে জেল থেকে ছাড়া পেলেন সাহারা কর্তা সুব্রত রায়। মায়ের শেষকৃত্যের জন্য শর্তসাপেক্ষেই মুক্তির আবেদন জানিয়ে শুক্রবার শীর্ষ আদালতকে চিঠি পাঠান সাহারাশ্রী। আবেদন শোনার পর তা মঞ্জুর করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি টি এস ঠাকুরের বেঞ্চ। তবে শেষকৃত্য ও তার সঙ্গে যুক্ত ক্রিয়াকলাপ সারতেই এই মুক্তি দেওয়া হচ্ছে বলে স্পষ্ট করে দেয় আদালত। এমনকি এই সময়ের মধ্যে সুব্রত রায় পালানোর চেষ্টা করবেন না এ বিষয়ে একটি আশ্বাসও সাহারাকর্তার আইনজীবী কপিল সিব্বলের কাছ থেকে চেয়ে নেয় সুপ্রিম কোর্ট। এদিন শুধু সুব্রত রায়ই নন, তিহার জেলে কাটানো তাঁর শ্যালক অশোক রায়চৌধুরীকেও চার সপ্তাহের জন্য মুক্তি দিয়েছে আদালত। বৃহস্পতিবার রাত দেড়টা নাগাদ দীর্ঘ রোগভোগের পর সুব্রত রায়ের মা ছবি রায় মারা যান। বয়স হয়েছিল ৯৫ বছর। মায়ের মৃত্যুর খবর পাওয়ার পরই মুক্তি চেয়ে শীর্ষ আদালতের কাছে চিঠি লেখেন সুব্রত রায়। বেআইনি অর্থ লগ্নি সংস্থা চালানোর অভিযোগে ২০১৪ সালের মার্চ মাস থেকে তিহার জেলে বন্দি রয়েছেন সাহারাকর্তা।
Leave a Reply