মিশরের চেয়ে অনেক বেশি পিরামিড রয়েছে কোন দেশে
মিশর বললেই মনে পড়ে পিরামিডের কথা। কিন্তু এমনও একটি দেশ রয়েছে যেখানে মিশরের চেয়ে অনেক বেশি পিরামিড রয়েছে। সে দেশে গায়ে গায়ে পিরামিড।
মিশরের কথা বললে প্রথমেই চোখের সামনে ভেসে ওঠে পিরামিড। মিশর মানেই পিরামিড। এমনই এক পরিচিতি রয়েছে সারা বিশ্বে। বহু পর্যটক পিরামিডের টানে ভিড় জমান মিশরে। সেই পিরামিড মানেই মিশরের চেয়েও কিন্তু অনেক বেশি পিরামিড রয়েছে অন্য একটি দেশে।
যেখানে এখনও মিশরে পিরামিডের সংখ্যা ১৩৮টি, সেখানে সে দেশে পিরামিডের সংখ্যা পার করেছে ২০০-র গণ্ডি। মিশরের লাগোয়া দেশ সুদান। এই সুদানেই রয়েছে সবচেয়ে বেশি সংখ্যক পিরামিড।
এখানে এখনও ২০০-র ওপর পিরামিড আবিষ্কৃত হয়েছে। সুদানের পিরামিডগুলি অবশ্য মিশরের পিরামিডের চেয়ে অনেক ছোট হয়। সেই সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব থেকে রাজরাজরা, এঁদের জন্যই পিরামিড নামে সৌধটি নির্মাণ করা হত।
সে মিশরেও তাই, সুদানেও তাই। কিন্তু মিশরের পিরামিড চিরদিন অনেক বেশি মানুষের নজর কেড়েছে তার বিশালত্বের কারণে। মিশরের পিরামিড সুদানের পিরামিডগুলির তুলনায় অনেক বড়।
সুদানের পিরামিডগুলি ৩০ ফুটের বেশি উচ্চতার হয়না। সেখানে মিশরের পিরামিডগুলির উচ্চতা ৪০০, ৩০০ এবং ২০০ ফুটের মধ্যই বেশি। বিশ্বের সবচেয়ে বড় পিরামিড হল গিজার পিরামিড। মিশরের এই পিরামিডটির উচ্চতা ৪৫৪ ফুট।
মিশরে বিভিন্ন সময়ে পিরামিড তৈরি হলেও সুদানে পিরামিড তৈরি হয় কুশ সাম্রাজ্যে। এই বংশের রাজারা সুদানে অনেক পিরামিড তৈরি করেন। যা সুদানের পিরামিডের সংখ্যাকে কার্যত মিশরের উপরে নিয়ে চলে যায়।