
মারণ ক্যানসারে আক্রান্ত ছিলেন তিনি। দীর্ঘদিন তাঁর চিকিৎসা চলছিল। কিন্তু ক্যানসারের দাপটে মাল্টি অর্গান ফেলিওর। আর তারপরই মৃত্যুর কোলে ঢলে পড়লেন অভিনেত্রী সুজাতা কুমার। ইংলিশ ভিংলিশ সিনেমায় শ্রীদেবীর সহ অভিনেত্রী হিসাবে নজর কেড়েছিলেন সুজাতা। তাঁর অভিনয় প্রতিভার প্রশংসা হয়েছিল।
এছাড়াও করণ জোহর সহ অন্য পরিচালকদের সঙ্গে কাজ করেছেন তিনি। টিভি সিরিয়ালেও বিভিন্ন সময়ে দেখা দেছে তাঁকে। দেখা গেছে বিজ্ঞাপনে।
সেই সুজাতা কুমার চলে গেলেন গত রবিবার। তাঁর বোন সুচিত্রা কৃষ্ণমূর্তিই ট্যুইট করে দিদির মৃত্যুর খবর জানান। অভিনেত্রী তথা গায়িকা সুচিত্রা কৃষ্ণমূর্তিও বলিউডের পরিচিত মুখ।
সুজাতা কুমার বেশ কিছুদিন ধরেই ভর্তি ছিলেন মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সোমবার তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। শ্রীদেবী চলে গিয়েছেন। এবার তাঁর পিছনে চাঁদের দেশে পাড়ি দিলেন তাঁর সহ অভিনেত্রীও।
(ছবি – সৌজন্যে – ট্যুইটার)