যোগাসন চর্চায় বঙ্গসন্তানের বিরল কৃতিত্ব, সোনায় হ্যাট্রিক
যোগাসন চর্চা ভারতের বহু প্রাচীন এক প্রচলন। যা কার্যত বিশ্বকে শিখিয়েছে ভারত। সেখানেই এক বঙ্গসন্তানের জাতীয় স্তরের প্রতিযোগিতায় এল বিরল সাফল্য।
যোগাসন চর্চা ভারতের প্রাচীন এক প্রচলন। যা এ দেশের নতুন প্রজন্মকে সুস্বাস্থ্যের অধিকারী করেছে। মধ্যবয়সে সুস্থভাবে বাঁচার পথ দেখিয়েছে। বৃদ্ধ বয়সেও শরীরকে কুব্জ হতে দেয়নি। রেখেছে তরতাজা ও সুস্থ সবল। ভারতের এই প্রাচীন শরীরচর্চার গুণ যে কতটা তা বিশ্ব এখন বুঝতে পেরেছে।
ভারতীয় যোগ চর্চা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। আন্তর্জাতিক যোগ দিবস পালিত হচ্ছে। ভারতের এই দান বিশ্ববাসী বুঝতে পারলেও ভারতের নব্য প্রজন্মের কাছে এর আকর্ষণ কতটা তা নিয়ে অনেকেই প্রশ্ন তোলেন।
কিন্তু দেশের নব্য প্রজন্মও যে সঠিক তালিম পেলে যোগ চর্চায় শ্রেষ্ঠত্বের ছাপ রাখতে পারে তার এক উদাহরণ তৈরি করলেন দক্ষিণ দমদমের বাসিন্দা ২৪ বছরের সুজয় ঘোষ।
সুজয় দেশি বিদেশি নানা পুরস্কার জয়ের পর হালে উত্তরাখণ্ডে আয়োজিত একটি জাতীয় স্তরের প্রতিযোগিতা থেকে সোনা জয়ের হ্যাট্রিক করে বিরল কৃতিত্ব অর্জন করেছেন।
ওয়ার্ল্ড ফিটনেস ফেডারেশন অফ যোগাসনা স্পোর্টস ইন্ডিয়া ডিভিশন গত ২৯, ৩০ সেপ্টেম্বর এবং ১ অক্টোবর উত্তরাখণ্ডে এই প্রতিযোগিতার আয়োজন করেছিল। যেখানে ট্র্যাডিশনাল সোলো, আর্টিস্টিক সোলো এবং আর্টিস্টিক গ্রুপ, এই ৩ বিভাগে সুজয় স্বর্ণপদক জয়ের সম্মান অর্জন করেছেন। যা বাংলার মুখ উজ্জ্বল করেছে।
১৭ বছর ধরে যোগ চর্চা করে চলা ব্যবসায়ী পরিবারের ছেলে সুজয়ের অধ্যবসায় তাঁকে এই সাফল্য এনে দিয়েছে। কঠোর অনুশীলনের ফল পেয়েছেন তিনি।
এই প্রতিযোগিতায় ৩টি স্বর্ণপদক জয় ছাড়াও সুজয় সিনিয়র গ্রুপে দ্বিতীয় স্থান দখল করতে সক্ষম হয়েছেন। ২২টি রাজ্যের প্রতিযোগীদের সঙ্গে সমানে টক্কর দিয়ে সুজয়ের এই সাফল্য বাংলার যোগ চর্চার ভবিষ্যতকে আরও উজ্জ্বল করল।