মাত্র ৩ দিনে বাঙালির বিশ্বজয়, লেখা হল নতুন ইতিহাস
মাত্র ৩টে দিন। তাতেই বিশ্বজয় করে দেখালেন এক বঙ্গ সন্তান। তাঁকে সঙ্গ দেন আলি ইরানি নামে আর এক ব্যক্তি। যাঁরা নতুন ইতিহাস লিখে ফেললেন।
৪ দিন বলা হলেও নিখুঁত করে বলতে গেলে বলতে হয় ৩ দিন ১ ঘণ্টা ৫ মিনিট ৪ সেকেন্ড। মানে ৩ দিন এবং তার ওপর সামান্য বেশি সময়। এটাকে ৪ দিন বলা যায়না। ৩ দিন বলাই শ্রেয়।
মাত্র এই সামান্য সময়ে এক বঙ্গ সন্তান যা করে দেখালেন তা নতুন রেকর্ড তৈরি করল। বিশ্বে এখনও এটা কেউ করে দেখাতে পারেননি।
সুজয় কুমার মিত্র এবং তাঁর সঙ্গী আলি ইরানি যা করে দেখালেন তা যে কোনও বাঙালির জন্য গর্বের। কথায় বলে বাঙালির পায়ের তলায় সর্ষে। কিন্তু সেই সর্ষে যে এমন উল্কার গতিতে পৃথিবীটা পাক দিয়ে ফেলবে তা কে জানত!
সুজয় কুমার মিত্র এবং আলি ইরানি, ২ জনই ঘুরতে পেলে এক কথায় রাজি। তাঁরাই এবার স্থির করেছিলেন পৃথিবীর ৭টি মহাদেশেই পা রাখার। তাও আবার যতটা কম সময়ে সম্ভব। সেটাই তাঁরা করে দেখালেন।
গত ৪ ডিসেম্বর তাঁরা অ্যান্টার্কটিকা থেকে তাঁদের যাত্রা শুরু করেন। তারপর এক এক করে এশিয়া, আফ্রিকা, ইউরোপ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা হয়ে ওশেনিয়া-য় পৌঁছ যান ৭ ডিসেম্বর।
প্রতিটি মহাদেশে পদার্পণ করার পর তাঁরা অস্ট্রেলিয়ার মেলবোর্ন স্পর্শ করেন। মোট সময় নেন ৩ দিন ১ ঘণ্টা ৫ মিনিট ৪ সেকেন্ড। যা এক নতুন বিশ্বরেকর্ড রচনা করল। বাঙালির জন্য লিখল আরও এক অনন্য ইতিহাস।