চলে গেলেন বাংলা সিনেমার একসময়ের বিখ্যাত অভিনেত্রী সুমিতা সান্যাল। বয়স হয়েছিল ৭২ বছর। লেক গার্ডেনসের বাড়িতে এদিন মৃত্যু হয় তাঁর। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন। ১৯৪৫ সালে দার্জিলিংয়ে জন্ম। মাত্র ১৫ বছর বয়সে প্রথম রুপোলী পর্দার জগতে পদার্পণ। ১৯৬০ সালে প্রথম সিনেমা খোকাবাবুর প্রত্যাবর্তন। তারপর বিভিন্ন সিনেমায় তাঁর অভিনয় দর্শকদের মনে আলাদা ছাপ রেখেছিল। যা আজও মানুষের কাছে সুমিতা সান্যালকে আলাদা করে চিনিয়ে দেয়।
সত্যজিৎ রায়ের নায়ক বা বিশ্বজিত-সন্ধ্যা রায়ের সঙ্গে কুহেলি বা সাগিনা মাহাতোয় দিলীপ কুমারের সঙ্গে তাঁর পর্দা কাঁপানো অভিনয় মানুষের মনে তাজা। প্রায় ৪০টি বাংলা সিনেমায় অভিনয় করেছেন সুমিতা সান্যাল। শুধু বাংলা সিনেমাই নয়, অনেকগুলি হিন্দি সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। আনন্দ-এ অমিতাভ বচ্চনের মত ডাকসাইটে অভিনেতার বিপরীতে তাঁর সাবলীল অভিনয় অনেকেরই মনে আছে। এছাড়া গুড্ডি, আশীর্বাদ সহ অনেকগুলি হিন্দি সিনেমায় তাঁকে দেখতে পাওয়া গেছে। তাঁর প্রয়াণে ট্যুইটারে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।