
গত মাসে গরমের জন্য বন্ধ হওয়া স্কুল কবে খুলবে তা নিয়ে সব জল্পনার সমাপ্তি। আগামী ১৬ মে থেকে ফের খুলছে সরকারি স্কুলের দরজা। এদিন এমনই জানাল রাজ্য শিক্ষা দফতর। তবে মাত্র দুদিনের জন্য। কারণ ১৭ তারিখ স্কুল হওয়ার পর ১৯ তারিখ থেকে গরমের ছুটি লাগু হচ্ছে সব স্কুলের জন্য। মাঝের ১৮ তারিখ ক্লাস হবে কি হবে না তা পরিস্কার করে কিছু জানায়নি স্কুল শিক্ষা দফতর। তালিকা মেনে স্কুলগুলিতে গরমের ছটি পড়ার কথা ছিল ২৩ মে থেকে। সেই দিনটাও এগিয়ে আনা হয়েছে।