কোহলিকে মুখ খোলাতে এবার উস্কানি দিলেন গাভাস্কার
বিরাট কোহলি কিছুটা অবাক করেই পাকিস্তানের বিরুদ্ধে হারের পর সাংবাদিক সম্মেলনে অন্য প্রসঙ্গ টানেন। আর সেই রেশ ধরেই এবার তাঁকে মুখ খুলতে উস্কানি দিলেন গাভাস্কার।
পাকিস্তানের সঙ্গে এশিয়া কাপের দ্বিতীয় মুখোমুখিতে হারে ভারত। সেই হারের পর সাংবাদিক সম্মেলনে বিরাট এমন একটি প্রসঙ্গ তোলেন যার সঙ্গে সেদিনের হারের কোনও সম্পর্ক ছিলনা।
সকলকে অবাক করে বিরাট বলেন, যেদিন তিনি ভারতীয় দলের টেস্ট অধিনায়কত্ব ছেড়ে দেন সেদিন তাঁকে কেবল একজনই মেসেজ করেছিলেন। তিনি ছিলেন এমএস ধোনি।
অথচ তাঁর ফোন নম্বর অনেকের কাছেই রয়েছে। সেদিন অন্য কারও থেকে একটাও মেসেজ বিরাট পাননি। এ থেকেই পরিস্কার হয় কারও সঙ্গে সম্পর্ক সত্যিই কতটা খাঁটি।
বিষয়টি সামনে আসার পর সংবাদমাধ্যমে তোলপাড় হয়। বিরাট কোহলিই এই ক্ষোভ উগরে দেওয়ার পর ভারতের আর এক কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার বলেন, তাঁর জানা নেই পাকিস্তানের সঙ্গে হারের পর ড্রেসিংরুমে ঠিক কি হয়েছিল। যার পরেই বিরাট সাংবাদিক সম্মেলনে নিজের ক্ষোভের কথা বলেন।
তবে গাভাস্কারের মতে, বিরাটের উচিত কে মেসেজ করেছিলেন তাঁর নাম বলার পাশাপাশি কারা মেসেজ করেননি সেই নামগুলোও বলা। তাতে কেউ আর জল্পনা করতে পারবে না যে কে মেসেজ করেননি।
বিরাটকে এভাবে উস্কে দিয়ে বিরাটের মুখ খোলানোর গাভাস্কারের এই চেষ্টায় আদৌ কাজ হবে কিনা তা সামনের দিনে বোঝা যাবে। তবে এই তালিকায় গাভাস্কার নিজের নামও শুনতে চাইছেন কিনা সেটাও দেখার বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞেরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা