আবদার নিয়ে ধোনির কাছে ছুটে এলেন গাভাস্কার, নিরাশ করলেন না ধোনি
সুনীল গাভাস্কারের একটি আবদার সকলের সামনেই পূরণ করলেন মহেন্দ্র সিং ধোনি। ২ ক্রিকেট কিংবদন্তীর কাণ্ড তারিয়ে উপভোগ করলেন মাঠে থাকা সকলে।
সুনীল মনোহর গাভাস্কার নামটা ভারতীয় ক্রিকেটে কিংবদন্তির আসনে বসে গেছে। ভারতে যে হাতে গোনা কয়েকজন ক্রিকেটার এখনও পর্যন্ত এই আসনে বসার যোগ্যতা অর্জন করেছেন তাঁদের মধ্যে রয়েছেন মহেন্দ্র সিং ধোনিও।
এই ২ কিংবদন্তির কাণ্ড দেখল চেন্নাইয়ের চিপক স্টেডিয়াম। চেন্নাইয়ের মাঠে এবারের আইপিএল-এর শেষ ম্যাচ খেলল চেন্নাই সুপার কিংস। ম্যাচে কেকেআর এর কাছে তাদের হারতে হয়েছে।
জয়ের নায়ক রিঙ্কু সিং, নীতীশ রাণা, সুনীল নারিন, বরুণ চক্রবর্তী। চেন্নাইকে তাদের মাঠেই হারানোটা নেহাত সহজ ছিলনা। সেটা করে দেখাল কেকেআর। কিন্তু ম্যাচ শেষে হেরেও সব আলোটুকু শুষে নিলেন মহেন্দ্র সিং ধোনিই।
ম্যাচের শেষে মাঠে একটা চক্কর দেন ধোনি। উজাড় করে ক্রিকেটারদের মধ্যেই অটোগ্রাফ বিলি করেন। রিঙ্কু সিং, বরুণ চক্রবর্তীরাও জার্সিতে ধোনির অটোগ্রাফ নেন। কিন্তু সবচেয়ে বড় ঘটনাটা ঘটান গাভাস্কার।
এখন আইপিএল-এর অন্যতম ধারাভাষ্যকার গাভাস্কার। তিনি হঠাৎ ছুটে আসেন ধোনির কাছে। তারপর ধোনির কাছে একটা অটোগ্রাফ চান। তাঁর জামায় সই করে দিতে বলেন গাভাস্কার।
ধোনি এবার হাসিমুখে কলম তুলে নেন। গাভাস্কার মাঠেই সোজা হয়ে দাঁড়ান আর ধোনি তাঁর অটোগ্রাফ এঁকে দেন গাভাস্কারের বুক পকেটের কাছে।
এক কিংবদন্তি আর এক কিংবদন্তির কাছে অটোগ্রাফ নিলেন। এ এক বিশাল পাওনা সমবেত সকলের কাছে। হয়তো এটাই ধোনির চেন্নাইয়ের মাঠে জীবনের শেষ ম্যাচ। তাই একটা বাড়তি উন্মাদনা তো ছিলই।