৭ মাস পর অবশেষে অনন্ত মহাকাশে হাঁটতে বার হলেন সুনিতা
গিয়েছিলেন কয়েক দিনের জন্য। কিন্তু যাওয়ার পর সেখানেই আটকে পড়েন তিনি। এখনও তাঁর পৃথিবীতে ফেরা হয়নি। অবশেষে তিনি অনন্ত মহাকাশেই হাঁটতে বার হলেন।
গতবছরের জুন মাসের কথা। স্টারলাইনার নভশ্চরদের নিয়ে পৌঁছে যায় আন্তর্জাতিক স্পেস স্টেশনে। এই নভশ্চরদের একজন ছিলেন সুনিতা উইলিয়ামসও। সুনিতা ভারতীয় বংশোদ্ভূত এক মার্কিন মহাকাশচারী।
তাঁরা গিয়েছিলেন ১ সপ্তাহের জন্য। এটা ছিল একটা পরীক্ষামূলক অভিযান। কিন্তু তাঁদের ফেরানোর জন্য স্পেসএক্স তৈরি হতে না পারায় সুনিতাদের মহাকাশ কেন্দ্রেই থেকে যেতে হয়। এরপর নানা সময়ে সুনিতার পৃথিবীতে ফেরার কথা শোনা গেলেও তা বাস্তবায়িত হয়নি।
এটাও শোনা যাচ্ছিল যে ফেব্রুয়ারির শেষে হয়তো সুনিতা ফিরতে পারেন পৃথিবীতে। কিন্তু তাও এখন পিছিয়ে গেছে। এখন জানা যাচ্ছে মার্চের শেষে বা এপ্রিল মাসের শুরুর দিকে ধরাধামে ফিরতে পারেন ৫৯ বছরের এই নভশ্চর।
আন্তর্জাতিক স্পেস স্টেশনেই জুন থেকে রয়েছে সুনিতা। সেখানেই ৭ মাস ধরে রয়েছেন তিনি। এর মাঝে তিনি স্পেস স্টেশন থেকে বাইরেও বার হননি। অবশেষে ৭ মাস পার করে তিনি বাইরে বার হলেন। মহাকাশে হাঁটলেন সুনিতা।
স্পেস স্টেশনের কয়েকটি যান্ত্রিক সমস্যা মেটাতে সুনিতা নিক হজ নামে আরও এক নভশ্চরকে সঙ্গে করে বেরিয়ে আসেন স্পেস স্টেশন থেকে। ভেসে বেড়ান মহাশূন্যে। স্পেস ওয়াক বা মহাশূন্যে হাঁটেন। সেই সঙ্গে যে কাজে বাইরে পা রাখা সে কাজও সম্পূর্ণ করেন তাঁরা।
এই নিয়ে সুনিতা তাঁর জীবনে অষ্টমবার এভাবে স্পেস ওয়াক করলেন। জানা যাচ্ছে আগামী সপ্তাহে ফের তিনি আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে মহাশূন্যে পা রাখতে পারেন। হাঁটতে পারেন অনন্ত শূন্যে।