SciTech

অবশেষে পৃথিবীতে ফিরছেন সুনিতা উইলিয়ামস, স্থির হল ফেরার দিন

সুনিতা উইলিয়ামস আন্তর্জাতিক স্পেস স্টেশনে গিয়েছিলেন মাত্র ১ সপ্তাহের জন্য। কিন্তু সেখানে গিয়ে আটকে পড়েন। অবশেষে তিনি ফিরছেন পৃথিবীতে। কবে ফিরছেন তিনি।

ভারতীয় বংশোদ্ভূত মার্কিন মহাকাশচারী সুনিতা উইলিয়ামস নাসার স্পেসএক্স ক্রিউ-৯ মিশনের সঙ্গী হয়ে পৌঁছেছিলেন আন্তর্জাতিক স্পেস স্টেশনে। তাঁর সঙ্গে ছিলেন মহাকাশচারী বাচ উইলমোর। এঁদের ২ জনেরই দিন সাতেক সেখানে কাটিয়ে ফিরে আসার কথা ছিল।

কিন্তু তাঁদের যে মহাকাশযানে ফেরার কথা ছিল তাতে কিছু যান্ত্রিক সমস্যা থাকায় তখনকার মত আন্তর্জাতিক স্পেস স্টেশনেই আটকে পড়েন তাঁরা। গতবছর ৬ জুন তাঁরা আন্তর্জাতিক স্পেস স্টেশনে পৌঁছন। তারপর মাসের পর মাস কাটতে থাকে।


নানা সময়ে তাঁদের ফেরানোর বিষয়টি সামনে আসে। কিন্তু কানও না কোনও কারণে ভেস্তেও যায়। ইতিমধ্যে মহাশূন্যেও একাধিকবার হেঁটে ফেলেছেন সুনিতা।

মার্কিন প্রেসিডেন্ট পদে ডোনাল্ড ট্রাম্প আসার পর তিনি প্রথমেই স্পেসএক্স-এর কর্ণধার ইলন মাস্ককে অনুরোধ করেন যেন সুনিতাদের ফিরিয়ে আনার ব্যবস্থা করে স্পেসএক্স। যদিও তার আর দরকার পড়ল না। নাসাই তাদের ক্রিউ-১০ মিশনে সুনিতা ও উইলমোরকে ফিরিয়ে আনতে চলেছে।


প্রথমে স্থির ছিল নাসা মার্চের শেষে এই মিশন আন্তর্জাতিক স্পেস স্টেশনে পাঠাবে। কিন্তু এখন সেই দিন আরও এগিয়ে আনা হয়েছে। ১২ মার্চ আন্তর্জাতিক স্পেস স্টেশনে পৌঁছে যাবে নাসার এই যান। যা ফিরিয়ে আনবে সুনিতাদের।

যদি সবকিছু পরিকল্পনামতই এগোয় তাহলে সুনিতারা ৯ মাসের কিছু বেশি সময় পর পৃথিবীতে পা রাখবেন। ১২ মার্চ তাঁদের ফেরার অপেক্ষায় এখন গোটা বিশ্ব। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button