এতদিন তাঁকে দেখা গেছে সিনেমার পর্দায়। এবার ভূমিকা বদলালেন তিনি। যোগ দিলেন রাজনীতিতে। রাজনীতির ময়দানে এবার দাপট দেখাতে তৈরি তিনি। তিনি সানি দেওল। যিনি মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন বিজেপিতে। গত সপ্তাহেই বিজেপি সভাপতি অমিত শাহর সঙ্গে দেখা করেন সানি দেওল।
তখনই জল্পনা চরমে ওঠে। তবে কী বিজেপিতে যোগ দিচ্ছেন ঢাই কিলো কা হাত-এর মালিক সানি দেওল? হালে যা দেখা গেছে যে চিত্র তারকাই কোনও রাজনৈতিক দলে যোগ দিয়েছেন তিনিই ভোটে লড়ার টিকিট পেয়েছেন। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছিল বিজেপিতে যোগ দিলে সানি কোথা থেকে লড়বেন?
মঙ্গলবার দিল্লিতে তিনি বিজেপিতে যোগ দেন। জানিয়ে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখেই তাঁর বিজেপিতে যোগদান। তাহলে কোথা থেকে লড়ছেন সানি? এবিষয়ে বিজেপি আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি। তবে শোনা যাচ্ছে সানি দেওল পঞ্জাবের গুরদাসপুর আসন থেকে ভোটে দাঁড়াতে পারেন। পঞ্জাবে মোট ১৩টি আসন রয়েছে। যার সবকটিতেই ভোট হবে আগামী ১৯ মে। লোকসভা নির্বাচনের শেষ দফায়।
অনেক অভিনেতা অভিনেত্রীকেই এবার ভোটের ময়দানে দেখতে পাওয়া যাচ্ছে। পশ্চিমবঙ্গেই মিমি চক্রবর্তী, নুসরত জাহানের মত চিত্রতারকা এবার প্রথম ভোটে লড়ছেন। উর্মিলা মাতন্ডকর লড়ছেন মুম্বইয়ের একটি আসন থেকে। এভাবেই কী তবে এবার ৬২ বছরের সানিকে দেখা যাবে পঞ্জাবের কোনও আসনে? এখন সেটাই দেখার।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)