কফির গন্ধ বোঝা উচিত ছিল, শীর্ষ আদালতের ভর্ৎসনার মুখে কেন্দ্র
করোনা টিকাকরণ নিয়ে এবার সুপ্রিম কোর্টের ভর্ৎসনার মুখে পড়তে হল কেন্দ্রকে। কেন্দ্র পরিস্থিতি বুঝে টিকাকরণ নীতি তৈরি করেনি বলে জানায় শীর্ষ আদালত।
করোনা টিকাকরণ প্রথম দিকে ভাল এগোলেও এখন বিভিন্ন রাজ্যেই টিকার অপ্রতুলতা রয়েছে। অনেক টিকাকরণ কেন্দ্রেই টিকা নেই। গ্রামাঞ্চলের পরিস্থিতি আরও শোচনীয়। এজন্য কেন্দ্রকেই দুষল সুপ্রিম কোর্টের ৩ বিচারপতির বেঞ্চ।
বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি এল নাগেশ্বর রাও এবং বিচারপতি রবীন্দ্র ভাট-এর বেঞ্চ এদিন টিকাকরণ নিয়ে একটি শুনানিতে কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতাকে বলে কেন্দ্রের উচিত ছিল কফির গন্ধ বোঝা। টিকাকরণের নীতি নির্ধারণে ভুল রয়েছে। যদিও বা শহরাঞ্চলে টিকাকরণ হচ্ছে তো গ্রামাঞ্চলে তো টিকাকরণ অনেক পিছিয়ে।
কেন্দ্র টিকাকরণ নিয়ে নীতি নির্ধারণ সঠিকভাবে করলে এমনটা হতনা বলেই মন্তব্য করে শীর্ষ আদালত।
শীর্ষ আদালত এদিন আরও বলে, যদিও বা ৪৫ বছরের উর্ধ্ব বয়সীদের টিকাকরণ নিয়ে কেন্দ্র জোর দিচ্ছে, তো ১৮ থেকে ৪৪ বছর বয়সীদের টিকাকরণ নিয়ে কেন্দ্র সেই জোর দিচ্ছেনা। কেন্দ্র বলছে ৪৫ বছরের বেশি বয়সীদের করোনা হলে বেশি চিন্তার। কিন্তু দ্বিতীয় ঢেউতে দেখা গেছে প্রায় ৫০ শতাংশ সংক্রমিত ১৮ থেকে ৪৪ বছরের মধ্যে পড়ছেন।
আদালত এদিন বলে, কেন্দ্র বলছে দেশের ১৮ বছরের বেশি বয়সীদের ২০২১ সালের শেষের মধ্যে টিকাকরণ সম্পূর্ণ করা হবে বলে জানিয়েছে।
কেন্দ্রের টিকাকরণ নীতি নিয়ে আদালতের বিভিন্ন প্রশ্নের উত্তর ২ সপ্তাহের মধ্যে আদালতে পেশ করতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা