মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে কাজে যোগ দিতে হবে, জুনিয়র ডাক্তারদের নির্দেশ সুপ্রিম কোর্টের
আরজি কর কাণ্ডে প্রতিবাদরত জুনিয়র ডাক্তারদের কাজে ফিরতে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে তাঁদের কাজে যোগ দিতে হবে।
আরজি কর কাণ্ডে এবার প্রতিবাদরত জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। তাঁদের মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত সময় দিয়েছে শীর্ষ আদালত। তারমধ্যে তাঁদের কাজে যোগ দিতে হবে। তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেনা রাজ্যসরকার।
কিন্তু যদি মঙ্গলবার বিকেল ৫টার মধ্যেও তাঁরা কাজে যোগ না দেন তাহলে রাজ্যসরকার তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবে। সোমবার আরজি কর মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ এই নির্দেশ দিয়েছে।
এদিন সুপ্রিম কোর্ট আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের মনে করিয়ে দেয় চিকিৎসকের কাজ পরিষেবা দেওয়া। তাঁদের সুরক্ষার বিষয়টি নিয়েও আশ্বস্ত করে শীর্ষ আদালত।
সেই সঙ্গে আদালত এও জানিয়ে দেয় জুনিয়র চিকিৎসকেরা বেঁধে দেওয়া সময়ের মধ্যে কাজে যোগ দিলে তাঁদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা গ্রহণ করতে পারবেনা রাজ্যসরকার। এমনকি তাঁদের বদলিও করা যাবেনা।
এদিন প্রশাসনিক বৈঠক থেকেও মুখ্যমন্ত্রী বিষয়টি উত্থাপন করেন। মুখ্যমন্ত্রী দাবি করেন, জুনিয়র চিকিৎসকদের এই কর্মবিরতিতে বহু রোগী পরিষেবা পাচ্ছেন না। এমনকি ২৩ জনের মৃত্যুও ঘটেছে বলে প্রশাসনিক বৈঠকে দাবি করা হয়।
মুখ্যমন্ত্রী জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার পরামর্শ দেন। সেই সঙ্গে তাঁরা দাবিদাওয়া নিয়ে বৈঠকে বসতে চাইলে তাতে স্বাগত জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
গত ৯ অগাস্ট আরজি করে মহিলা চিকিৎসকের সঙ্গে যে নির্মম ঘটনা ঘটে গেছে তার বিরুদ্ধে উত্তাল গোটা রাজ্য। বয়স, রাজনৈতিক দল, পেশা নির্বিশেষে নারী পুরুষ উভয়েই পথে নেমেছেন। আন্দোলনের একটাই সুর। সকলেই চান ন্যায় বিচার পান নির্যাতিতা।