
নীতীশ কাটারা হত্যা মামলায় অভিযুক্ত বিকাশ ও বিশাল যাদবকে ২৫ বছরের কারাদণ্ডের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। ২০০২ সালে নীতীশ কাটারা হত্যাকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে বিকাশ ও তার তুতোভাই বিশালকে গ্রেফতার করে পুলিশ। বিশেষ আদালতে তাদের বিচার হয়। সেখানে ৩০ বছরের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয় তাদের। ২৫ বছর খুনের অপরাধে ও ৫ বছর প্রমাণ লোপাটের চেষ্টার অপরাধে। এই নির্দেশের বিরুদ্ধে হাইকোর্টে যায় বিকাশ-বিশাল। ২০১৪ সালে হাইকোর্ট নিম্ন আদালতের রায়কেই বলবত রাখার নির্দেশ দেয়। তখন হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় তারা। সোমবারই সেই মামলায় ২ ভাইয়ের ৫ বছর সাজা কমিয়ে দিল সুপ্রিম কোর্ট। এছাড়াও এই মামলায় তৃতীয় অভিযুক্ত সুখদেব পালোয়ানকে ২০ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। ২০০২ সালের ১৭ ফেব্রুয়ারি খুন হন ২৫ বছরের বিজনেস এক্সিকিউটিভ নীতীশ কাটারা। নাম জড়ায় কুখ্যাত রাজনীতিবিদ ডিপি যাদবের ছেলে বিকাশ যাদব ও তার তুতোভাই বিশাল যাদবের। বিকাশের বোন ভারতীর সঙ্গে ভালবাসার সম্পর্ক গড়ে উঠেছিল নীতীশ কাটারার। যা ভারতীর পরিবার একেবারেই ভাল চোখে নেয়নি। বারবার বলেও কাজ না হওয়ায় ১৭ ফেব্রুয়ারি গাজিয়াবাদের একটি বিয়েবাড়ির অনুষ্ঠান থেকে নীতীশ কাটারাকে অপহরণ করে বিকাশ ও বিশাল। তারপর তাঁকে খুন করে তারা। এই ঘটনাকে আদালত রেয়ারেস্ট অফ রেয়ার আখ্যা দেয়।