জাতীয় ও রাজ্য সড়কের ৫০০ মিটারের মধ্যে কোনও মদের দোকান রাখা যাবে না। দোকান দূরে থাক, মদের সংস্থার বিজ্ঞাপন থাকলেও সেগুলি সরিয়ে ফেলতে হবে। জাতীয় ও রাজ্য সড়কগুলির ওপর যেসব মদের দোকান রয়েছে তাদের লাইসেন্স আর পুনর্নবীকরণ করা যাবে না। এদিন এমনই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের নির্দেশ যাতে পালন করা হয় যে কথা জানিয়ে রাজ্যগুলির মুখ্যসচিব ও পুলিশ প্রধানের কাছে নির্দেশিকা পাঠানো হচ্ছে। শীর্ষ আদালত জানিয়েছে, ইদানিংকালে জাতীয় বা রাজ্য সড়কগুলিতে মদ খেয়ে গাড়ি চালাতে যাওয়ায় দুর্ঘটনা বেড়ে গেছে। এসব দুর্ঘটনা থেকে আমজনতাকে সুরক্ষিত রাখতেই এই নির্দেশ।