দেশের সব মোবাইল ফোন গ্রাহকের আধার কার্ড নথিভুক্ত করতে হবে সরকারকে। এদিন একটি মামালাকে সামনে রেখে এই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। বিচারপতি এনভি রামান্না ও বিচারপতি জেএস খেহরের ডিভিশন বেঞ্চ সরকারকে নির্দেশ দিয়েছে, এমন একটি পদ্ধতি তৈরি করতে হবে যাতে সব গ্রাহকের পরিচয় সরকারের হাতে থাকে। পোস্টপেড তো বটেই, সেইসঙ্গে প্রিপেড গ্রাহকদেরও আধার কার্ড তাদের নম্বরের সঙ্গে আগামী ১ বছরের মধ্যে জুড়ে ফেলার নির্দেশে দিয়েছে আদালত।
শীর্ষ আদালতের যুক্তি, ক্রমশ মোবাইল নম্বর গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। ব্যাঙ্ক থেকে সর্বত্র মোবাইল নম্বর ব্যবহার হচ্ছে। ফলে মোবাইল নম্বর ব্যবহারকারীর পরিচয় জানা আবশ্যিক হয়ে উঠেছে। আধার কার্ড নম্বরের সঙ্গে যুক্ত করার যাবতীয় পদ্ধতি সুনিশ্চিত করে আগামী ১ বছরের মধ্যে সব গ্রাহককে তার আওতায় আনার নির্দেশ দিয়েছে আদালত।