Sports

শীর্ষ আদালতের ভর্ৎসনার শিকার বিসিসিআই

দেশে ২৯টি স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন রয়েছে। যারমধ্যে ১১টা কোনও টাকাই পায়নি। অথচ গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশন শেষ তিন বছরে ৬৬ কোটি টাকা পেয়েছে। এমনকি কোন রাজ্যকে কত টাকা দেওয়া হল তার কোনও হিসাব পর্যন্ত রাখা হয়নি। এ তো মনে হচ্ছে ক্রিকেটের নামে আসলে টাকা পাচার চলছে। এদিন কার্যত এভাবেই ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইকে ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট। বিসিসিআই পারস্পরিক লাভজনক সমাজ তৈরি করেছে বলেও সমালোচনা করে শীর্ষ আদালত। তবে কী বিসিসিআই মুখ দেখে স্টেট অ্যাসোসিয়েশনের জন্য বরাদ্দ মঞ্জুর করে? প্রশ্ন তুলেছে আদালত। ২০১৩-র আইপিএল স্পট ফিক্সিং ও বেটিং কেলেঙ্কারি নিয়ে জাস্টিস লোধা প্যানেলের সুপারিশকে সামনে রেখে একটি মামলায় এদিন বিসিসিআইকে আপাদমস্তক সুপ্রিম কোর্টের ভর্ৎসনার শিকার হতে হয়েছে। বিসিসিআই আইনজীবীকে এদিন সুপ্রিম কোর্ট সাফ জানিয়েছে, তাঁরা যেন জাস্টিস লোধা প্যানেলের সুপারিশ রূপায়ণ নিয়ে প্রশ্ন না তোলেন। লোধা প্যানেলের সুপারিশ রূপায়ণ নিয়ে তাদের বক্তব্য জানানোর জন্য বিসিসিআইকে চার সপ্তাহ সময় দিয়েছে সুপ্রিম কোর্ট।



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button