রামজন্মভূমি-বাবরি মসজিদ ইস্যুর সমাধান আদালতের বাইরে আলোচনার টেবিলে করার পরামর্শ দিল সুপ্রিম কোর্ট। রাম মন্দির ইস্যুতে মামলাটি গত ৬ বছর ধরে পড়ে আছে। তারই দ্রুত নিষ্পত্তি চেয়ে আবেদন করেছিলেন বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী। সেই মামলাতেই এই রায় দিল আদালত।
বিচারপতি জে এল কেহর এদিন বলেন, হিন্দু ও মুসলিমদের মধ্যের বিষয়টি শতাব্দী প্রাচীন। এটি অত্যন্ত সংবেদনশীল মামলা। বিষয়টি নিষ্পত্তিতে সব দলের প্রতিনিধিদের আলোচনায় বসা উচিত। প্রয়োজনে তাঁরা চাইলে তিনি নিজে আলোচনার প্রধান মধ্যস্থতাকারী হিসাবে থাকতে প্রস্তুত।
যাই করা হোক তা ৩১ মার্চের মধ্যে সেরে আদালতে চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর নির্দেশ দিয়েছে আদালত। যদি শেষ পর্যন্ত আদালতের বাইরে আলোচনা সাপেক্ষে মধ্যস্থতা না হয়, তখন বিষয়টিতে ফের হস্তক্ষেপ করবে শীর্ষ আদালত।