
পয়লা এপ্রিল থেকে আর বিএস ৩ বা ভারত স্টেজ থ্রি গাড়ি বিক্রি করতে পারবেনা কোনও গাড়ি প্রস্তুতকারক সংস্থা। পয়লা এপ্রিল থেকে আর কোনও নতুন বিএস ৩ গাড়ির রেজিস্ট্রেশন করা যাবে না। এদিন এমনই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। তবে ৩১ মার্চের আগে যেসব বিএস ৩ গাড়ি বিক্রি হবে সেগুলির মালিক তাদের সেল ডেটের প্রমাণ দাখিল করতে পারলে সেসব গাড়ির রেজিস্ট্রেশন ইস্যু হবে। গাড়ি সংস্থাগুলিকে শুধুমাত্র লাভের কথা না ভেবে পরিবেশের কথাও মাথায় রাখার পরামর্শ দিয়েছে শীর্ষ আদালত। শীর্ষ আদালত জানিয়েছে, দেশে বায়ুদূষণ ক্রমশ সীমা ছাড়াচ্ছে। এক ভয়ংকর পরিস্থিতি তৈরি হয়েছে। এদিকে দূষণে লাগাম দিতে সুপ্রিম নির্দেশের পর মাথায় হাত পড়েছে গাড়ি প্রস্তুতকারক সংস্থাগুলির। সোসাইটি অফ ইন্ডিয়ান ম্যানুফ্যাকচারার্স বা সিয়ামের হিসাব অনুযায়ী এই মুহুর্তে সব সংস্থা মিলিয়ে তৈরি বিএস ৩ গাড়ি রয়েছে ৮ লক্ষ ২০ হাজার। যারমধ্যে ৯৬ হাজার পণ্যবাহী গাড়ি, ৬ লক্ষের ওপর দু’চাকা সহ অন্যান্য গাড়ি রয়েছে। যদি তা বিক্রি করা না যায় তবে তাদের ক্ষতির অঙ্ক দাঁড়াবে ২০ থেকে ৩০ হাজার কোটি টাকা বলে দাবি করেছে সিয়াম।