২০১২-র নির্ভয়াকাণ্ডে ৪ দোষীর মৃত্যুদণ্ড বহাল রাখল সুপ্রিম কোর্ট। এদের ক্ষমা করার কোনও জায়গা নেই বলেই এদিন জানিয়েছেন শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট এদিন জানায়, নির্ভয়াকে ধর্ষণ করে খুনের যে ঘটনা ঘটেছে তা বিরলের মধ্যে বিরলতম। নিষ্ঠুর, বর্বর ও দানবীয় যে ঘটনা এই ৪ জন ঘটিয়েছে তা মানবতাকে আতঙ্কিত করেছে। এরা ক্ষমার অযোগ্য। বিচার নিশ্চিত করতে এদের চরম শাস্তি দেওয়ার দরকার ছিল। এদিন আদালতে এই রায় ঘোষণার সঙ্গে সঙ্গে করতালি দিয়ে রায়ের তারিফ করেন সকলে। অক্ষয়, পবন, বিনয় ও মুকেশ। এই ৪ জনকে ২০১৩ সালে মৃত্যুদণ্ডের নির্দেশ দেয় নিম্ন আদালত। সেই রায়কে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে যায় এরা। ২০১৪ সালে মৃত্যুদণ্ডের নির্দেশ বহাল রাখে দিল্লি হাইকোর্ট। সেই রায়কে চ্যালেঞ্জ করে আবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় ৪ জন। সেই মামলায় এদিন চূড়ান্ত রায় জানাল সুপ্রিম কোর্ট। এই রায়ের পর নির্ভয়ার বাবা জানান, সুপ্রিম কোর্ট কেন, ঈশ্বরও এঁদের ক্ষমা করবেন না। ২০১২ সালের ১৬ ডিসেম্বর রাতে দিল্লিতে একটি চলন্ত বাসে পাশবিকভাবে ধর্ষণ করা হয় তরুণী নির্ভয়াকে। তারপর নির্ভয়া ও তার পুরুষ বন্ধুকে বাস থেকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়। যমে মানুষে টানাটানির পর ২৯ ডিসেম্বর সিঙ্গাপুরের একটি হাসপাতালে মৃত্যু হয় নির্ভয়ার। এই ঘটনায় ৬ অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করে। এদের মধ্যে একজন সেসময়ে নাবালক ছিল। সে কারণে তার বিচার হয় জুভেনাইল কোর্টে। সেখানে তার ৩ বছরের শাস্তি হয়। অন্য এক অভিযুক্ত রাম সিং সংশোধনাগারের মধ্যেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। বাকি ৪ জনের বিচার প্রক্রিয়া চলছিল।