National

পশুখাদ্য কেলেঙ্কারিতে সুপ্রিম কোর্টে ধাক্কা খেলেন লালুপ্রসাদ

আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদবের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্রের ধারা বহাল রাখল সুপ্রিম কোর্ট। এই ধারা বহাল রাখার জন্য সুপ্রিম কোর্টে আবেদন জানায় সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সেই আবেদন এদিন মঞ্জুর করে সুপ্রিম কোর্ট। পাশাপাশি মামলাটিকে আরও গুরুত্ব সহকারে বিবেচনা করার জন্যও সিবিআইকে নির্দেশ দিয়েছে আদালত। ১৯৯৬ সালে গবাদি পশুর খাবার কেনার ভুয়ো বিল দেখিয়ে চাইবাসা ট্রেজারি থেকে ৯৬ লক্ষ টাকা তুলে নেওয়ার অভিযোগ ওঠে বিহারের তৎকালীন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব সহ তাঁর ঘনিষ্ঠ কয়েকজনের বিরুদ্ধে। এঁদের বিরুদ্ধে এফআইআর দায়ের হওয়ার পর পটনা হাইকোর্ট এই মামলার তদন্ত করার দায়িত্ব সিবিআইকে দেয়। ২০১৩ সালে এই মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর লালুপ্রসাদকে ৫ বছরের কারাদণ্ডের নির্দেশ দেয় বিশেষ সিবিআই আদালত। যদিও এরপর ঝাড়খণ্ড হাইকোর্ট জানায়, দেওঘর কোষাগার থেকে অসাধু উপায়ে টাকা তোলার অভিযোগে সাজাপ্রাপ্ত লালুপ্রসাদকে চাইবাসা মামলা থেকে রেহাই দেওয়া হোক। সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল সিবিআই। সেই মামলায় এদিন লালুপ্রসাদ যাদবের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্রের ধারা বহাল রাখল সুপ্রিম কোর্ট।

 



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button