
তিন তালাক কী মুসলিম ধর্মের অবিচ্ছেদ্য অঙ্গ? আপাতত সেই বিষয়টি সবচেয়ে বেশি ভাবাচ্ছে শীর্ষ আদালতকে। তিন তালাকের বিরুদ্ধে একগুচ্ছ আবেদন জমা পড়েছে আদালতে। সেগুলির বিচার করতেই প্রধান বিচারপতি জে এস খেহরের নেতৃত্বে একটি ৫ সদস্যের ডিভিশন বেঞ্চ গঠিত হয়েছে। বেঞ্চে ৫ ধর্মের ৫ জন বিচারপতি রয়েছেন। ইসলামের অবিচ্ছেদ্য অঙ্গ হলে তিন তালাকে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করতে পারে কিনা তাও খতিয়ে দেখা হবে। তাছাড়া সংবিধানের মৌলিক অধিকারে স্বাধীনভাবে ধর্মাচরণের অধিকার সুনিশ্চিত রয়েছে। তিন তালাক ইস্যুটি সেই মৌলিক অধিকারকে কোনওভাবে লঙ্ঘন করছে কিনা তাও খতিয়ে দেখবে শীর্ষ আদালত। তবে আদালতের তরফে পরিস্কার জানানো হয়েছে, শুনানিতে কেবলমাত্র তিন তালাকের বিষয়টি বিবেচ্য। মুসলিমদের মধ্যে বহুবিবাহের মত বিষয়গুলি নিয়ে আলোচনার চেষ্টা এই শুনানিতে কোনও জায়গা পাবে না।