আয়কর রিটার্নের ক্ষেত্রে প্যান কার্ডের সঙ্গে আধার নম্বর সংযুক্ত করা বাধ্যতামূলক করতে কেন্দ্রের করা আয়কর আইনে পরিবর্তনের ওপর সাময়িক স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট। এদিন বিচারপতি এ কে সিকরি ও বিচারপতি অশোক ভূষণের ডিভিশন বেঞ্চ কেন্দ্রকে মানুষের তথ্য সুরক্ষা নিশ্চিত করার পরামর্শ দিয়েছে। প্যানের সঙ্গে আধার নম্বর যোগ করা নিয়ে আদালতের কোনও কিছু বলার নেই। তবে মানুষের ব্যক্তিগত তথ্যও সুরক্ষিত থাকা প্রয়োজন। তা যাতে এই পদ্ধতি চালু হওয়ার পর সুরক্ষিত থাকে। গোপনীয়তা বজায় থাকে, তা কেন্দ্রকে সুনিশ্চিত করায় জোর দিয়েছে শীর্ষ আদালত। আদালত জানিয়েছে এখনই আধার নম্বর ছাড়া প্যান কার্ড বাতিল করা যাবে না। এ বিষয়ে যাবতীয় সিদ্ধান্তের ভার সাংবিধানিক বেঞ্চের হাতে ছেড়ে দিয়েছে ডিভিশন বেঞ্চ।