
কিসের ভিত্তিতে টাটা মোটরসকে জমি দেওয়া হয়েছিল? কেনই বা বহুফসলি জমি শিল্প করতে টাটাদের হাতে তুলে দেওয়া হয়? সিঙ্গুর মামলায় সেকথা জানতে চাইল সুপ্রিম কোর্ট। সিঙ্গুরের জমি অধিগ্রহণ ও হস্তান্তর সংক্রান্ত মন্ত্রিসভার সিদ্ধান্ত ও তার হাত ধরে রাজ্য সরকারের সিদ্ধান্তের যাবতীয় নথি এদিন চেয়ে পাঠিয়েছে শীর্ষ আদালত। আদালতের তরফে এদিন জানতে চাওয়া হয় যদি সিঙ্গুরে কারখানা গড়ার জন্য ৬০০ একর জমির দরকার ছিল তাহলে কেন ১ হাজার একর জমি অধিগ্রহণ করা হয়। সিঙ্গুর প্রসঙ্গে শীর্ষ আদালতের তরফে জানান হয়, শিল্পায়ন জরুরি কিন্তু কৃষিস্বার্থ রক্ষিত করাও জরুরি ছিল। এদিকে টাটা মোটরসের তরফে এদিন উপযুক্ত ক্ষতিপূরণের বিনিময়ে জমি ছাড়ার ইঙ্গিত দেওয়া হলেও তা নিয়ে প্রশ্ন তুলেছে আদালত। জমি অধিগ্রহণই বেআইনি প্রমাণিত হলে সেক্ষেত্রে ক্ষতিপূরণের প্রশ্নই উঠছে না বলেও এদিন টাটাকে সাফ জানিয়েছে শীর্ষ আদালত। এই মামলার পরবর্তী শুনানি বৃহস্পতিবার।