২৫ সপ্তাহ অতিক্রান্ত। কিন্তু তারপরও পশ্চিমবঙ্গের এক মহিলাকে গর্ভপাতের অনুমতি দিল সুপ্রিম কোর্ট। এসএসকেএম-এর চিকিৎসকদের নিয়ে গঠিত একটি মেডিক্যাল বোর্ডের রিপোর্ট পর্যালোচনা করে ও তার ভিত্তিতে এই বিরল নির্দেশ দিল শীর্ষ আদালত। রিপোর্টে বলা হয়েছে, মায়ের গর্ভে থাকা ওই সন্তানের হৃদযন্ত্রে বড় ধরণের সমস্যা রয়েছে। ফলে সে জন্ম নিলেও তাকে জন্মের পরই একাধিক অপারেশনের মধ্যে দিয়ে যেতে হবে। অন্যদিকে এই সন্তান ভূমিষ্ঠ হলে মা মানসিক সমস্যায় আক্রান্ত হতে পারেন। রিপোর্ট পর্যালোচনার পরই শীর্ষ আদালত এদিন স্বামী-স্ত্রী-র গর্ভপাতের আবেদন মঞ্জুর করে। কারণ গর্ভপাতের অনুমতি চেয়ে কিছুদিন আগে ওই স্বামী-স্ত্রী সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। জীবনের ঝুঁকি থাকায় এর আগে ২৪ সপ্তাহে গর্ভপাতের অনুমতি পেয়েছিলেন মুম্বইয়ের এক তরুণী। তারপর এদিন সুপ্রিম কোর্ট এই মহিলার আবেদন মঞ্জুর করল।