মাত্র ১০ বছর বয়স। কিন্তু এরমধ্যেই জীবনে বড় ঝড় সামলেছে ছোট্ট মেয়েটা। ধর্ষণের শিকার হয়ে গর্ভবতী হয়েছে সে। ছোট্ট শরীরে ধারণ করেছে আরও ছোট্ট এক প্রাণ। সেই প্রাণ এখন জঠরে বেড়ে উঠছে। ইতিমধ্যেই ৩২ সপ্তাহ কাটিয়ে ফেলেছে মায়ের পেটে। এই অবস্থায় বালিকার গর্ভপাতের আবেদনে হ্যাঁ করতে পারল না সুপ্রিম কোর্ট।
২৬ সপ্তাহ গর্ভে ধারণের পর চণ্ডীগড় আদালতে প্রথমে গর্ভপাত চেয়ে আবেদন করে ওই বালিকা। সেখানে আবেদন নাকচ হয়। কারণ শিশু সুস্থ অবস্থায় বেড়ে উঠলে ২০ সপ্তাহ পর্যন্ত ভ্রূণে গর্ভপাতের অনুমতি দেয় আদালত। পরে বালিকাটি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। সুপ্রিম কোর্ট অন্তঃসত্ত্বা বালিকার মেডিক্যাল টেস্ট করায়। রিপোর্টে বলা হয় মেয়েটির ভ্রূণ ৩২ সপ্তাহে রয়েছে। এই অবস্থায় গর্ভপাত করতে গেলে হিতে বিপরীত হতে পারে। এরপরই আবেদন নাকচ হয়ে যায়।